ভালবাসার ষোলকলা
---উদ্ভ্রান্ত পথিক


এভাবেই পূর্ণ হোক ভালবাসার ষোলকলা
কষ্টের নদীতে ভেসে যাক অভিমান অবহেলা
সুনীল আকাশে পূ্ন্জীভূত হোক মেঘের ভেলা
বৃষ্টির অপেক্ষায় প্রহর কাটুক বালিকার সারাবেলা,
খরাপীড়িত হৃদয়ে বেড়ে যাক দহনের তীব্রতা
অতীব সুশ্রী রমনীকে জয় করুক অচেনা আগন্তক
জৈবিক রসায়নে সুদীর্ঘ হোক রক্তনদীর ধারা
শান্ত সুবোধ সেই ছেলেটা হোক সর্বহারা
হাতে শোভা পাক তীর ধনুকের অব্যর্থ নিশানা
ভেঙে যাক উড়ন্ত শঙ্খচিলের ডানা
স্বেচ্ছাসেবী প্রেমিকার শশ্রুষায় বেঁচে যাক প্রাণ
তবুও সাঙ্গ হোক অবিশ্বাসের ছলনার গান
প্রলয়ের বায়ুগ্রাসে দুমরে মুচরে যাক স্বপ্ন কুটির
একটি অশীতিপর বৃদ্ধার প্রনয়ের প্রয়োজনে
চিরযুবা প্রেমিক অপেক্ষায় থাকুক মহাকাল
তবুও পূর্ণ হোক থেমে যাওয়া সুরের লহরী
হৃদয়ের দহনে পুড়ে যাক আরেকটি হৃদয়
ছিন্ন হোক সত্য মিথ্যার স্বার্থবাজি বেড়াজাল
চুকিয়ে যাক ভালবাসার অসম্পূর্ণ লেনদেন
ভারসাম্য ফিরে আসুক অস্থির প্রণয়ের বাজারে
অবিকৃত থাক ছলনাময়ী প্রিয় মুখের হাসি
আবার বেঁজে উঠুক আত্মভোলা রাখালের বাঁশি
প্রকাশ্যে দেয়া হোক গুপ্ত ঘাতকের অভিশপ্ত ফাঁসি,
সবাই জেনে যাক তোমার আমার হৃদয়ের কান্না
দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মুছে যাক জৈবিক ঘেন্না
তবু ভালবাসা রয়ে যাক আপন কক্ষপথে
বন্ধ হোক আগামী দিনের অনৈতিক চাওয়া পাওয়া
গন্তব্যহীন পথেই কাটুক আগামীর পথচলা
আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকুক নিষ্কাম প্রণয় চিহ্ন
সগৌরবে ঘোষিত হোক ভালবাসার ইস্তেহার
নিত্য নতুন কৌশলে গোপন থাকুক হৃদয়ের দীর্ঘশ্বাস।


            
20092018
যশোর