পাহাড়ের উপর পর্বত।
পর্বতের উপর চাঁদের ঢিবি,
তাকে যে আমি মুখে পুরি।


দক্ষিনে যেয়ে সমুদ্র পাই,
সমুদ্রের নিচে জলপ্রপাত।
তাতে হয় আমার, সকল সর্বগ্রাস।


..... সর্বগ্রাস।


অতঃপর সুখের অলিন্দ নলকিনীতে এসে মিলে।
পূর্নিমা আকাশের মেঘেরা, গোলাপী হ্রদে যায় যে হারিয়ে।


..... যায় হারিয়ে।



কাঁকড়াগুলোর ঝিনুকের মুক্তো হবার সাধ জাগে।