সম্পর্করে আগে বিশ্বাস-সমঝোতার
অ্যান্টিসেপটিক দিয়া পরিষ্কার কইরা,
সময় নিয়া (দেইখা, এখানেই বেশিরভাগ ভুল করে)
দেখতে হবে কোনো অবিশ্বাসের, মিসআন্ডারস্ট্যান্ডিং-এর রক্ত
ফিনকি দিয়া বের হইতেছে কিনা (ফোঁটা ফোঁটা বের হ‌ইলে চলবো। নিরাময়যোগ্য )।
আমিত্বের কোনো পুঁজ-ঘা কি বের হইতেছে?


বের হইতেছে না ?


ভালোবাসার তুলা দিয়া তথাকথিত কাছের-দূরের মানুষগুলির
বিটলামির ছোপ-ছোপ দাগ কি পরিষ্কার করতে পারতেছেন?


পারতেছেন!?


কোনো চিন চিন ব্যথা আছে?


নাই?


তাইলে, এখন সন্তান নামক "ব্যান্ড এইড"
টাইট কইরা-শক্ত কইরা-আজীবনের লাইগা নিয়া আসতে পারেন।


এ "ব্যান্ড এইড" তখন হইবো পবিত্র-মধু-স্বর্গের ফেরেশতা।
পৃথিবীর অক্সিজেনের দেনা, বাকি রাখবে না।



আর, তাড়াহুড়া-গোঁয়ার্তুমি-কম্পিটিশন মারাইলে
"ব্যান্ড এইড"-এর আঠা অর্বাচীনতায় ছুইটা যাবে।
পরিত্যক্ত-উচ্ছিষ্ট-ডিপ্রেশনের মহামারী, আরো অনেক কিছু হবে।


__________