বাথটাবে চলমান ঝর্নার ফিনকি ফোঁটাগুলোর উপন্যাস না পড়ে,
কবিতার লাইন খুঁজে বেড়াই।


ফোঁটাগুলোর মতোন ভাবনাগুলোও সমাজবদ্ধ।


ছোটো-একাকী-বিচ্ছিন্ন-খড়কুটো-স্পিরিচুয়াল ভাবনাগুলো,
বড় বড় জালিম-ডানপন্থী ভাবনাগুলোর সাথে
মিলে গিয়ে পড়ে মিথ্যের গর্জনে।



ভীরুতা আমাদের অভ্যাস।(ভালো অভ্যাস)
তা, স্বীকার না করাও।(আরো ভালো অভ্যাস)


সমান্তরালে চলতে চলতে,
নিরর্থক সহবাসে মজেছি ইতরদের সাথে।
আর বালখিল্য নৈতিকতার ধ্রুবতারা'রা
উন্নয়নের আকাশে ঢাকা পড়ে আছে।