জাতির ব্যর্থতা যখন ছোঁয় পৌনে এক।
হাস্যকর-ঘৃণ্যকর তখন, আপনাগো বাঁধানো আবেগ।


___________



কংক্রিটের আগুনে বস্তির নর্দমার কীট,
পুরাতন অলিগলি ভেসে যায়।
ধ্রুবতারার কাঁটা হারানো পুরোহিতেরা  
শীতকালীন সংগীত সন্ধ্যা মারায়।


খেলারামরা খেলে যাচ্ছে।
আমরাও দেখে যাচ্ছি, হয়ে যাচ্ছি
শোধনের ফুটন্ত গরম পানিতে
সিদ্ধ হতে হতে ক্রীতদাস।


___________



ডিজিটাল যুগে, এনালগ সুশীলগো তরকারি নাই।
কয়দিন পর ভাত‌ও থাকবো না।


আর ডিজিটাল সুশীলেরা কয়দিন পর পর
ডিএক্টিভেশনে হিজরত করিবেন।
আবার আসিবেন... যাইবেন।
হুমু এরশাদ হ‌ইবেন।


___________