শব্দে বাঁচি।
শব্দ কুড়াই। বুকে জড়াই।
শব্দে ভালোবাসি।
শব্দে ঝগড়া-লড়াই-বড়াই।


শব্দে মধু, মধু।
শব্দে আমি-তুমি শুধু।
শব্দে ভাঙ্গি, শব্দে গড়ি আপন-পর।
শব্দে শব্দে আন্দোলন, দেশ-দেশান্তর।


শব্দ শব্দকে করে মহান, মহীরুহ
অথবা তুচ্ছ।
পোহানো জীবনে ভেসে উঠে
নির্বাণের নৌকো।


হায়! নির্বাণের নৌকো কাদাতে কাদাকাদি।
হয়তো এটাই, জীবনের ক্যালিগ্রাফি।