মেঘেদের কাফেলায় চিন্তাগুলো এখন শুধুই মনোহরী।
নইতো আর কাঙ্খিত প্রার্থী।
মেঘেরা অন্য কাউকে খুঁজো,
নৌকো আমার আগাছার ভারে কুঁজো।


কল্পনার ঝিঝি পোকাগুলো বলে, "এবার চোখগুলো বুঝো, 
বেলা অবেলায় শেষ দেখা, দশ বছরতো হলো।"


তাঁর যে ছিলো, আমার ভিতর নিউরনের প্রাসাদ।
এখনও সেখানে, আসা-যাওয়া তাঁর অবাধ।


পরিত্যক্ত রাজসভা। 
পরিত্যক্ত স্মৃতির বাগান। 
ফেলে আসা কিন্নর হাসিগুলো
আজও যেনো, ভোরের সকালের আযান।