আধা অথবা পৌনে মরা
মরণ খুইজা বেড়ায়।
ছটফটায়।
আর চার আনা জ্যাতা, জীবন যুদ্ধে দাবড়ায়।


ভেন্টিলেটর বুনিয়াদি উন্নয়নের মাস্ক নাই,
গ্লাভস নাই, ছায়া নাই,
আর নাই মানুষ‌।


উচ্চপদস্থ শুয়োর জাতের‌
আর মধ্য-নিম্নপদস্থ ভেড়া জাতের ত্যানা প্যাঁচানো
কীট আছে ভরপুর।


বিকৃত রূপকথায় ফিরিয়াছি আমরা।
ন্যাংটা রাজাকে ন্যাংটা আর কেউ বলে না।
সহজ কথা বলা বালক, আজ জিজ্ঞেস করেনা,
লাশের চেয়ে আতশবাজি, কেনো হলো দামি?


১৮ এপ্রিল, ২০২০।


___________



ক্লান্তিকর চর্বিত চর্বণ।
চেতনা‌-উন্নয়নের ঘর্ষণ।
গোয়েবলস বাবুদের বায়ু নির্গমন ‌(মুখ দিয়া‌)।
গণতন্ত্রের বারংবার দমন-নিপীড়ন (এখনও কি বাইচা আছে?)।
আর তোমরা (পইড়া আছো), "ছিঃ ছিঃ এক্সট্রাকশন!"


আমরা আসলেই "ওয়ান পিস অনলি" জনগণ।


২৭ এপ্রিল, ২০২০।


___________



"মিনি প্যাক" সততার লগে
"ফ্যামিলি প্যাক" ইতরামি-বাটপারি-চুরি-চামারি-খাইস্টামি চৈলতো ন।


দোকান বদলাইতে হবে কান্ডারী।
নচেৎ, মারা খাওয়া কিন্তু চিরস্থায়ী।


০২ মে , ২০২০।


___________