বিষম আলোরা বাসা বেঁধেছে
কংক্রিটের ডগায়।
ভাসমান উন্নয়নের ঠাপে
করোনা-কীটেরা দাবড়ায়।


চম‌ইত‌কার, চম‌ইত‌কার !
ধার করা ঘী খাইয়া
কাটাইতে চাও আর কতোকাল?


উন্নয়নের মায়রে বাপ।
ছয়-নয়ে লোটা কাইত।


আসিতেছে ঘোর অমানিশা,
মারা খাওয়া একশো ভাগ হাছা।
টাকা হবে তেজপাতা।
সবুজ আর সোনালীতে রেখো তোমাদের পাছা।