ঘড়ির কাটাগুলো এক বিন্দুতে
মিলিত হওয়ার অপেক্ষায়।

সময়ের রশিতে চড়ুইপাখি, চড়ুইভাতি, জার্বেরা,
চুষনি-ঝুনঝুনি, অ্যান্টাসিডের বোতল, শুভ্র সাদা কাপড়গুলো ঝুলে রয়।
বিষন্ন মেঘের দেয়ালে, স্মৃতির খাঁজের শ্যাওলাগুলো, হয়তো গোলাপ হয়।
হাই উঠা ঝিমানো ঢেলান, রিক্তই পড়ে রয়।


সাধনা সুখ সময়ের বেসিনে
ক্ষনিকের জন্যে, জালিতে আটকে রয়।
তারপর, সুখ, সুখ, সুখ, সুখের নিলাম হয়।


আমিত্বের লেবেনচুস কামড়াতে কামড়াতে
সুনামি হাহাকারদের, রাত-বিরাতে কর্কশ আতশবাজি।


তখনি কাঁচা ঘুম থেকে উঠে,
পাঁজরের ঘাম মুছতে মুছতে,
ঘোর লাগা কণ্ঠে একটিমাত্র শব্দ উচ্চারন,
"চুতমারানি।"


তবুও, শুকনো কলা পাতায় মোড়ানো, বিরক্ত এ জীবনই চাই।


এ জীবনটাকেই ভালোবাসি।