জীবনের নোঙ্গর , যাকে বঞ্চনার, শঠতার অর্গল পেরিয়ে
আমরা সম্মান-বংশ-অর্থের
অথবা ভালোবাসার কাদা মাটিতে খুব শক্তভাবে দাবিয়ে রাখি।
কি, রাখি না?


জীবন, রাজনীতি, প্রেম, সংসার সবকিছুকেই সরলীকরণের মধ্যে একটি মোহ আছে।
তাই না?


এ সরলীকরণ আমাদের একমুঠো জাতীয়তাবাদ, উগ্রবাদ আর  
আত্মকেন্দ্রিকতার ভিটামিন খাইয়ে খাইয়ে সবকিছু বোঝার পথ পরিষ্কার করতে গিয়ে
সবজান্তা শমসের করে ফেলে।
ফেলে না?


দেশ নালিশ পুষে রাখে -- দেশের সাথে।
তুমি নালিশ পুষে রাখো --  আমার সাথে।
এমনকি দেয়ালও নালিশ পুষে রাখে।
নালিশগুলো কাছ থেকে যতোটা,
দূর থেকেও তাই।
ঠিক যেনো ফ্র্যাক্টালের মতোন,
নালিশে নালিশে ভরা জীবন।
এরপর স্বার্থপরতা পৃথিবীর শিরা-উপশিরায় এক ফোঁটা বিষ ঢেলে দেয়।


নোঙ্গর টুপ করে খসে পরে।


----------------------------------------------------


( “ইন দ্য লাইট অব হোয়াট উই নো“ উপন্যাস দ্বারা অনুপ্রাণিত)