(১)


ত্রিভুজ, চতুর্ভূজ সম্পর্ক, প্রাণীদের ফাঁক গলিয়ে,
পেন্টা, হেক্সা, অক্টাগন কীট-সমাজকে পাশ কাটিয়ে,
ভোগের লালা রসকে বারংবার গিলে,
বাইপোলার থেকে মাল্টিপোলার হওয়া পৃথিবীটাকে তুচ্ছ করে
আগানোর চেষ্টা করে দেখি, আমি আটকে আছি এক বৃত্তে।


অনড়, অচলায়তনের মাঝে আমি নিঃসঙ্গ,
নিঃশেষিত হওয়ার অপেক্ষায় এক বিন্দু।


(২)


কখনো, কোণগুলো কাছে আসে।
অনেক কাছে।
খুব, খুব  কাছে।
বৃত্ত ভাঙ্গে।


আয়তক্ষেত্র হাসি হয়।
বর্গাকার ছাদ হয়।
অর্ধচন্দ্র অশ্রু হয়।
পূর্ণচন্দ্র মধু হয়।
আর রম্বস, মিথ্যে হীরা হয়।


(৩)


কোণগুলো ভুলে যায়,
ভুল পথে যায়।
ফিরে যায়।
অনেক দূরে।
দূর থেকে দূরে।


সম্পাদ্যে ভুল হয়।
উপপাদ্যগুলো বদল হয়।
"বিন্দু", বিন্দুর ব্যাসের পরিধি মাপতে ব্যস্ত হয়।


October, 2018.