কবিতার লাইন লুকালো ঝিরিঝিরি আম পাতায়।
নাকি খড় কুটায়?
হিম হিম সজনে পাতায়?


দমকা হাওয়ায় জানা যাবে তার খবর।


খবর, খবরের তোড়ে ভেসে যায়-গণভবনে যায়-
কোর্টে-কবরে-ক্রোকারিজ মোড়ানোর বগলে।


কিছু কিছু খবর 'হাঁচি' হয়।
এলাট্রল ট্যাবলেটের বদলে পাঞ্জেরী ডাক্তারের
অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশনের শিকার হয়।


ডাক্তারের অনেক সুনাম হয়।
সহমত রোগীদের মিছিল হয়।
তোমার-আমার উন্নতিও হয়।


আর, আরো কাছে আসা হয়,


গিলোটিনের।