নীরবে কাহিনীগুলো পড়ে যাই,
রিয়েকশন দিতে ভয় পাই।
শেয়ার করাতো দূরের কথা!


"ব্লেম গেম" খেলে যাই,
প্রাণগুলো ঝরে যায়।
দায়িত্ব নিতে না চাই,
সমাধানতো অলীক কথা!

স্নেহ-ভালোবাসা-সম্মান পেতে চাই।
ত্যাগ-তিতিক্ষা-পরিশ্রম কিরে ভাই!?
রোগ একটাই- ভোগবাদিতা।


স্বপ্ন দেখে দিন কাটাই,
বিশ্বাস না আছে- আছে শুধু, মিথ্যে বড়াই।
মহামারীর আরেক নাম- স্বার্থপরতা।


এতো কিছু যে বলে যাই,
সবতো জানা কথাই,
কারো কিছু কি আসে যায়?


মানুষ আমি, চেষ্টাটা আমৃত্যু রাখতে চাই।



_______________