আপনভোলা-বুদবুদ বোধেরা চেপে বসতে চায় উপযাচকের ন্যায়।


ছন্দ দিয়ে কবিতা কি লিখা যায়, অনবরত?
জোর করলে, নিগূঢ় মধু হয়ে যায় না, আরোপিত?


... .. ভেসে উঠে তখন শুধু মনের খৈল।।


স্মৃতির ওমে ভাসছো তুমি।


কখনো,
পাশের বাড়ির অনিত্য পীত রঙের জানালার পর্দা,
সঙ্গী হয় দুর্লভ-বিলাসী বিকেলের।
আর আসে শুধু জিজ্ঞাসা--
পাখিরা কি আদৌ উদ্দেশ্যহীন ভাবে উড়ে বেড়ায়?


আর আমার, এটিটিউড চোদানো সমাজে
শহুরে সন্ন্যাসী হ‌ওয়াটাই, হয়ে থাকলো আরাধ্য।


______________