এক মেঘের পাহাড় হবার খায়েস জাগে,
পাথড়ের আত্মকাহিনী পড়ে।
অন্য মেঘেদের কারণ-অকারণ বারণে,
তাদেরকে ব্রাহ্মণ্যবাদী লাগে।


খোয়াব আর ঝুল বারান্দার সীমানা---
নানা ঘাটের পানি গার্গল করে,
যদি জ্ঞান হয়।
হবে না তখন জীবনের,
আজাইরা *ক্ষয়।


-----------


*ক্ষয়ের দুই আকার।
এক আকারের ক্ষয়ে, সব হয় "জয় বাংলা"।


আরেক আকারে, ক্ষয়ে ক্ষয়ে গড়ে উঠে হিমালয় পর্বতমালা।


____________________