মা, কেমনে শোয়ায় দিয়া গ্যাছো আমারে,
এক কাইত থেইকা আরেক কাইত দিতে পারি না।
মা, এখন নাকি মানব বন্ধনের সুতায় বান্দর নাচে?
আর, কিবোর্ডের ঠাপে আদালত কাঁপে?


মা, নতুন টিভি কিনছো?
নুসরাত আপা, রিফাত ভাই,  রিতুলরে চিনো?


মা, কয়টা পিলার পুঁতছে?
ভোটে কে জিতছে?


মা, চোরাবালিতে ডুইবা হাড্ডি গুলান সব টনটন, শিরশির কইরা টানে।
তোমার ঘামে ভেজা শাড়ির আঁচল দিয়া মুখটা আরেকবার মুছতে ইচ্ছা করে।



মা, শুন্য হাতড়াইয়া বৃত্ত আঁকি।
এইখানেতেই বাস করি।


মা, মা.... মা