আলো খেলে ছায়ার সাথে।
থেমে থেমে ("ছায়া মন" আর "কায়া আলো") চলে সমান্তরালে।
"ছায়া মন" "আলো মন" হয়।
"কায়া আলো" "ছায়া কায়া" হয়।


জড় জল হয়।
শিশির উষ্ণ হয়।
তৃণা হয় সবুজ।
আম, কাঁঠাল, লিচু, তরমুজ!


কবিতার ছন্দ, অন্ত্যমিল জবরদস্তি করে
মিলানোর জন্যে, জীবন সম্পাদক মহোদয়
নাছোড়বান্দা, অনড়, অবুঝ।