ভেঙ্গে যাওয়া আয়নার শেষ অংশটুকু
কুসুম অন্ধকারে খুঁজে নিয়েছে আশ্রয়।


প্রতিবিম্বে আর কি দেখবে, তুমি মহাশয়? 


অনিয়মের তানপুরায় ভরা মাদল বাজনা আজ মহাকাশ ছুঁয়েছে।


একই সুতোয় বোনা কয়লার বুদবুদীয় শ্যাম্পু,
মোমবাতি চেতনা,
মানববন্ধনের সুন্দরবন,
কর্পোরেট-পতাকা,
শাহবাগ-মতিঝিল সুপ্রিম কোর্টের মূর্তি
আর ওয়াক-থু মাউথওয়াশ মানুষজন সবই তো যাচ্ছে ভেসে।


মিথ্যে গোধূলিতে, দুমড়ানো মোচড়ানো-বয়োসন্ধি নতুন আয়োজন
তানপুরায় নতুন বাদক আনবে।
বেনিয়াদের এস্রাজও আসবে।


মাদারির সুরেও আসবে নতুন ধুন।


অতঃপর, অন্ধকার থেকে টেনে হিঁচড়ে জলসায় এনে
আয়নার শেষ অংশটুকুকে, পিষে পিষে করা হবে খুন।