নীমা, তোমার শিশির-অমৃত-লোনা ঘামের বুকে আমার বুক ভরা আলিঙ্গন,
নিখোঁজ কৃষ্ণ বিবরে।


ফস্কানো প্রেম ঠাই নিয়েছে অন্যজনের বুকের পশমে।


আমি বলছি না, বৃষ্টির মাঝে আমি আজ বৃষ্টি নামাই,
অথবা পোতানো স্মৃতির দিয়াশলাইদের নিয়ে
ছাই হয়ে যাওয়া সুখগুলোকে
আমার নির্মম-হাস্যকর-আকুল-প্রাণান্ত ঝালাইয়ের চেষ্টা-তোমারই জন্যে।


সময়ের হুইসেলে রুপালী জোছনা নেমে আসে কাঁচা-পাকা দাঁড়িতে।
হারানো চিরকুট ভালোবাসা ঘুমায় বিশাল
অনন্ত,শুভ্র,শুন্য ক্যানভাসে।
আর তাতে ছারপোকা,উইপোকাদের উকি-জুকি,আঁকা-আঁকি,কাঁটা-কাঁটি আর সময়ের টিপ্পনী।



এরপর।একদিন। সেই কেষ্ট আঁষটে পড়া ক্যানভাসে
আঁকা হয়ে গেলো একটি বেগুণী প্রজাপতি।