ছাদের ছোট্ট কোণে,
এলোমেলো নিউরনের সমাবেশে,
মনমাঝি আজ কোন নদে?


কোনো এক সময়ের খরস্রোতা ঢেউয়ে
আজ 'পাঁচ মিশালী' স্রোতধারারা রূপান্তরিত-আলোকিত-বুদ্ধিদীপ্ত-স্থিত ।


লুকানো-এড়ানো-চাপানো না,
সমস্যা সমাধানের মাঝেই, সুখের আকর আছে কি গুপ্ত‌?


ছাদের ছোট্ট কোণে,
এলোমেলো নিউরনের সমাবেশে,
বুঝ দিয়েছো আজ কোন বয়ানে ?


সময়ের কাছে জীবন, নাকি
জীবনের কাছে সময়--
কে কার হাতে শোষিত?
উত্তর জানা আছে কার‌ও?
নিশ্চিত!?



সামষ্টিক ন্যায়>সমতা>সুখের দেশ-পৃথিবীর খোয়াবের পেছনে ছুটে চলার চেয়ে,
দুঃস্বপ্নের বুকের খাঁজ দেখাও "লো টেস্টোস্টেরন" সময়ের বুঝি ঢের সদ্ব্যবহার!?


অতঃপর, "আ...আ... আমি" ভোগেই খোঁজা চলবে খোজা সুখের আধার?


এ পৃথিবী গড়পড়তা প্রাণীদেরই ছিলো।
                                  থাকবেও।
                                            
বেশিরভাগ শতাব্দী রাজ করেছেন বেহায়ারা।
                                         চলবেও।


উচ্চ ফলনশীলেরা আশা জাগাবেন।
                   ঘাস খাওয়াবেনও।



ছাদের ছোট্ট কোণে
উড়ন্ত পাখিরা হারায় আকাশের সূত্রধর,
নগ্ন স্বপ্নেরা নিমা।
শুধু গল্পগুলো রয়ে যায়।
আর, উষ্ণ-গাঢ়-গভীরের মাঝে স্থির
নিঃশ্বাসের ঘ্রাণ আজ‌ও নিউরনের মহাকাশে বিগ ব্যাং ঘটায়।
_______


সেপ্টেম্বর, ২০২১।
_________________