দূষিত ভ্রূণের মাঝ বরাবর চুকচুক করে
ঢুকে গেছে ধোঁয়া।


কালো গলা ধোঁয়া।
বল্কানো নীল।
বুঁদবুঁদ রক্তিম।
পিচ্ছিল হলুদ।
ভনভন সবুজ......


.... ধোঁয়াদের বাচাল রংধনু।
             ধোঁয়াধনু।


ভাঁজে ভাঁজে, অ্যান্টি অক্সিডেন্টে ঠাসা
পাপোশ চর্বিতে, কামলা পিপড়েঁদের আহাজারি।


কাড়াকাড়ি।


বাড়াবাড়ি।


হাবি জাবি।


সবাই, শূন্য নিয়মের রাজা-রাণী।



অদৃশ্য থেকে যায়, বঞ্চিত শুক্রাণুদের
বিকীর্ণ মুচকি হাসি।