জমা তোলা ছিলো ঝিনুকের আধারে।
... ... "খরচ" তো হয়ে যেতে হবেই।
তা তোমাদের উসিলা কি, জাবেদার এন্ট্রিতে?


_________


যারা প্রাসঙ্গিক হওয়ার জন্য অবিরত চেষ্টা করে‌ যায়,
তারা খুব অপ্রাসঙ্গিকভাবে,
নিদারুণ তুচ্ছতার সহিত, অপ্রাসঙ্গিক হয়ে যায়।


___________


কশেরুকা মানুষেরা, আগলে রাখার বদলে,
করে যায় ব্যবচ্ছেদ-সন্ধিছেদ।


পূর্ব পুরুষের বানানো, সফলতার সব ব্যাকরণ মেনে,
নতুন কবিতা, লেখা হবে কিভাবে?


_______________