'স্বর্ণালী শব্দে' রুপান্তরিত নশ্বর, তুচ্ছ
আমার এ জীবন।
'শব্দ'কে, মহাবিশ্বের শব্দের জগতে,
সুস্বাগতম।


শব্দের নীচতায় করোনা লঘু, তোমার জীবন।
আবার, শব্দের অনৈতিক-জমকালো-উচ্চাশায় বেঁধো না মিথ্যে স্বপন।


'জারিয়া', তুমি আলো দিয়ে অন্ধকার খুঁইজো।
অথবা মমতা দিয়ে মায়া মেঘের 'সাইহা' হইয়ো।


কিংবা বরফ গলা আমার চোখের এক কণা বিন্দু---  
যে বিন্দুর ব্যাসের পরিধি ভেদ করবে
মহাকাশের সিন্ধু।


ডিসেম্বর ০৬, ২০১৮।
____________


জারিয়া সাইহা শব্দ -- আমার সন্তান, কন্যা সন্তান।