আজ এ বিদায়লগ্নে
                      অনেক শুভাকাঙ্খী ফুল হiতে,
  কেউ দিচ্ছে অশ্রু জলে ভাষন
                       আবার কেউ বিদায় সম্ভাষন।


আমি দিতে চাচ্ছিনা বিদায়
                        অন্তরের অন্তসথল হতে ,
নিবেন বিদায় নাকি তৈরি করবেন
                      ভালো লাগার নতুন অধ্যায়।


এ বিদায় সাময়িক
                     হয়তো কয়েক মাস বা বছর,
বিদায় নিচ্ছেন আপনি নিজের ইচ্ছায়
                     কিন্তু আমি তা দিচ্ছি একান্ত অনিচ্ছায়।


জীবনের এ প্রবাহমান ঘূর্ণিপাকে
                      আবার হয়ত হবে দেখা হবে কথা,


তবে কেন এই মায়া মোহতার খেলা
                      তবে কেন আজ এত আবেগের ছোয়া,
তবে কেন আজ অশ্রুসিক্ত নয়নে
                       আপনার বিদায় সম্ভাষন।
আজকের এ বিদায় বেলার কথা
                      আপনার মনে থাকবে কত বেলা
নাকি স্রোতস্বিনি নদীর মত
                     গা ভাসিয়ে হারিয়ে ফেলবেন
আমাদের এই সন্ধাবেলার
                     হাসি আনন্দের স্মৃতিকে I


নাকি আপনার জীবনের উত্থানে
                   হারিয়ে ফেলবেন আমাদের,
তার জন্যই কি বলে
                 আউট অফ সাইড আউট অফ মাইন্ড I


থাক অনেক তো হলো কথায় কথায়
                 আর কত বলবো এভাবে,
যাক আশাকরি আপনার সফলতা
                  আমার পক্ষ হতে তাই এই বিদায়বার্তা I


৩১/১০/২০১৭......
সাবিনা আপার বিদায় লগ্নে