আজি এ বর্ষাস্নাত সন্ধায়
খুব মনে পড়ছে তোমায়,
কদম্বের ডালে রাঙ্গা হলুদ ফুলে
অবিকল তোমার মুখের রঙ্গ মেলে।


সন্ধার এ আবির্ভাবে
খুব ইচ্ছা করে জানতে,
আজও কি তুমি এই বর্ষার দিনে
খুব অনুভব কর আমাকে।


নাকি আজ বড় রঙ্গমহলে
বড় বড় সব গহনার ভারে,
স্মৃতির অতল গহব্বরে
হারিয়ে ফেলেছ আমাকে।


নাকি তুমি তোমার স্বামীর সাথে
বড় ছাদের ছোট চিলেকোঠার ঘরে,
বৃষ্টির দৃশ্য নিয়ে অথবা
কোন স্মৃতিকে হাতড়ে নিয়ে
গল্প শোনাচ্ছে তোমাকে।


আমিও ভাবছি তোমাকে নিয়ে
সেই কদমফুলকে সামনে নিয়ে,
গাল ভিজে জল পড়ছে গড়িয়ে
শুধু তুমি নেই আমার পাশে।