কেন হয়েছিল তোমার সাথে দেখা
কেন হয়েছিল তোমার সাথে পথচলা,
কেন রেখেছিলে আমার শক্ত হাতে
তোমার কোমল হাতখানি।


কেন বলেছিলে আমায় ছাড়িবেনা কখনও
ভয়াবহ মৃত্যু এলেও,
দিয়েছিলে বুক ভরা আশা
তাই পেয়ে আমি মনের সুখে বেধেছিলাম বাসা।


কেন দিয়েছিলে এই ছন্নছাড়াকে
সংসার বাধিবার অসূখ,
বলেছিলে আমরা থাকিব একে অপরের হয়ে সুখ দুঃখ।


বলেছিলে আমরা শত অভাবেও থাকব
একমুঠো ভাত খেয়ে,
বলেছিলে ছাড়িবেনা হাত
যতই আসুখ ঝড় তূফান।


তূমি কথা রেখেছ ঠিকই
তবে আমার না অন্যের ঘরে গিয়ে,
সত্যি তূমি খূব সাধারণ
সাধারণ তোমার চালচলন।


সত্যি সাধারণ তোমার
বদলে যাওয়ার ধরণ।
তবে, কেণ তুমি দেখায়ছিলে নিজেকে
আমার কাছে অসাধারণ।