সংসার ও কর্ম
         সেতো নয় সবার জন্য,
বৈরাগ্য সাধন ও ধর্ম
          সেতো আমাদেরই জন্য।
আমরা যদি সবাই
           সংসার বাধি,
বৈরাগ্যের দিকে
            কে জ্বালাবে বংশপ্রদীপ।


সাধনায় যদি পাই বৈরাগ্য
             তাহলেই তো জীবন ধন্য,
সংসার ধর্ম তাদেরই জন্য
             যারা শুধু খুজিবে অন্য।
অন্য বস্ত্র বাসস্থান
             সেতো সব বিধাতার দান,
আমরা কেন মিছে মিছে  
             তার পিছে ঘুরে হব হয়রান।


বিধাতা সব দিবে অকপটে
            আমরা নেব তা হাত পেতে,
তাহলে আমরা কেন দৌড়াব
             শুধু আমাদের চাহিদার পিছে|
চাহিদা তৈরি করেছে যে
             সেগুলো তো মিটাইবেই সে,
আর সেগুলোই আমাদের ধাবিত করে
             বৈরাগ্যের পথে।