আমি হারিয়ে যাবো
   তোমার ঢেউ খেলানো চুলের মাঝে,
আমি হারিয়ে যাবো
   তোমার গোলাপ রাঙ্গা ঠোটের সাথে।


আমি হারিয়ে যাবো
তোমার হরিনীর মতো নয়নের কাজলের সাজে,
আমি হারিয়ে যাবো
তোমার সুনিপুন কোমরের ভাজে।


আমি হারিয়ে যাবো
  তোমার গালের ভাজে ছোট্র তিলের মাঝে,
আমি হারিয়ে যাবো
  তোমার চওড়া দেহের চোখ ধাধানো রুপের মাঝেI


আমি হারিয়ে যাবো
  তোমার আলতা রাঙ্গা পায়ের কাছে,
আমি হারিয়ে যাবো
  তোমার গুনের মাঝে।


আমি হারিয়ে যাবো
  তোমার কোমল শুভ্র হাসিতে ,
আমি হারিয়ে যাবো
  তোমার বাশির মতো নাকের মাঝে।


আমি হারিয়ে যাবো
  তোমার উঞ্চ দেহের ঝাঝালো গন্ধের মাঝে,
আমি হারিয়ে যাবো
   তোমার মায়া মমতা ও সোহাগের মাঝেI


আমি হারিয়ে যাবো
   তোমার মিস্টি রাগের বকুনিতে ,
আমি হারিয়ে যাবো
   তোমার ছোট্র চিমটির আচরে ঘুম ভাঙ্গানীতেI


আমি হারিয়ে যাবো
  সন্ধারাতের মান অভিমানে ,
আমি হারিয়ে যাবো
  তোমার সাথে মধ্যরাতের আচমকা মিলনেI


আমি হারিয়ে যাবো
  সাঝসকালে তোমার
  হাতের এক কাপ কফিতে,
আমি হারিয়ে যাবো
  তোমার প্রিয় জিনিস
  না দিতে পারার বকুনিতে।


আমি হারিয়ে যাবো
   তোমার আলতো আদরে ,
আমি হারিয়ে যাবো
  তোমার সাথে মুখো মুখি বসা
  চাদনী রাতের চোখাচোখিতেI


আমি হারিয়ে যাবো
  বৃষ্টিস্নাত বিকেলে তোমার পাশাপাশি বসে
   চায়ের পেয়ালার মাঝে,
আমি হারিয়ে যাবো
  উঞ্চ রোদের মাঝে তোমার হাতে পাওয়া
  এক গ্লাস ঠান্ডা পানিতেI


আমি হারিয়ে যাবো
  তোমার শেষ নিঃশ্বাসের সাথে ,
আমি মিশে যাবো
  তোমার সমাধির সাথে কারন
   আমি পারবনা তোমায় ছাড়া বাচতে।



0৩ জুলাই ২০১৭ (সোমবার)
সাভার, ঢাকা/