হে আল্লাহ আদেশ কর তোমার সর্ব শ্রেষ্ঠ
জীব আশরাফুল মাখলুকাতকে; হে মানব
জাতি তোমাদের সৃষ্টি করেছি আমার সৃষ্টির
নীলা ভূমিকে যত্নের ন‍্যায় পরিচর্যায় সৌন্দার্য'


বর্ধনের কারুকার্যের শোভার স্বপ্ন স্বাদ রক্ষার
দায়িত্ব দেওয়া হয়েছে তোমাদের রক্ষা করবে
আপন মনে একান্তই নিজ মননে আতস্ত করে!
কেহ পর কেহ আপন কেহ কাছের কেহ দূরের..


নহে; মানুষ ভেদাভেদ পবিত্রতা আর অশোভ‍্য
কর্মে! তা ছাড়া জাতি ভেদাভেদ কর্মফলে নয়তো
কোনই জাতি, ধর্ম-বর্ণ ভেদাভেদ! সকলেই আমরা
এক! রইবো একই আকাশের ছায়া তলে বিধাতার'


দয়াতে। "বিদায় দুই হাজার বিশ" হে মানব একটি
বৎসর জীবন থেকে চলে গেছে কি করেছো ঐ বছর
টিতে? ভাল আর মন্দ হিসাব করে দেখেছো কি? যা
করার করেছো! মন্দটা ভুলে শপথ নাও নতুন বৎসরের;


আজিকের আগমনে পণ কর শপথের ন‍্যায় হে আল্লাহ
রক্ষা কর আমায়সহ তোমার সর্বশ্রেষ্ঠ জীব আশরাফুল
মাখলুকাতকে যেন আমাদের দ্বারা সকল ভাল কাজ হয়
ভাল করতে পারি উন্নত জীবনের।।


আমি কবি হিসাবে সকলকেই জানাই বিদায়ী'২০২০ কে
স্মরণে; ভাল-মন্দের পার্থক‍্যটাকে বুঝে জ্ঞান তপ্তের ধ‍্যানের
লক্ষ ভ্রষ্টের দিকটিকে লক্ষ ভ্রষ্ট করতে রইবে স্বচেষ্ট যেন
কল‍্যাণ হয় মানুষ হিসাবে নিজের নিজ পরিবার পরিজনসহ..


হয় যেন কল‍্যাণ দেশ ও দশের। আমার দ্বারা হয় না যেন
কোনই অকল‍্যাণ আল্লাহর সৃষ্টির সেরা জীব মানবসহ
অন‍্যান‍্য জীবের! শপথ হল আগমনী সকল শুভ ও কল‍্যাণ
কর কাজের এলো নিয়ে নতুন বৎসর দুই হাজার একুশ..


(২০২১) আমাদের উপহার আরেকটি বৎসর জীবনে।।
হে মানব জাতি হেলাতে আর দুলাতে না কাঁটায়ে সত‍্য-
নিষ্ঠার বলিয়ানে সঠিক দীক্ষাতে হয়ে বড় পণ কর আর
বল হে আল্লাহ আমাকে কর্মঠ কর হালাল উপার্জন করার'


তৌফিক দাও। জীবনে যেন কারও কাছে দু'টি হাত
পাততে না হয় সেই জীবনের প্রত‍্যাশায় কর আমাকে
সহায়।। হয় যেন শুভ নতুন বৎসর রয় যেন স্মরণে
মানুষের; কল‍্যাণ কর আমাদের রইল উদযাপন প্রতিটি
নতুন বৎসরের শপথের।সুস্বাগতম নতুন বৎসর দুই
হাজার একুশ (২০২১) কে বরণে।
===×××===
===×××===
বাণী: যে মানব জীবনের হিসাব সঠিক নহে, সেই জীবনে নতুন বছরের আগমন কি? আর যে বছর যায় চলে, সেই যাওয়াতে ঐ ধরণের মানবের কি আসে যায়। তাদের জন‍্যে দিন রাত সবই সমান এছাড়া  অন‍্য কিছূই নহে।।