মুখে বলে শিক্ষিত
কর্মে হয় কলঙ্কিত
ফলে হয়ে বিফল
এ কি শিক্ষা?


এ কি শিক্ষা?
চলনে বলনে বাদশা
গাঁয় মানাতে বেয়াকূপ
হাসিতে হয়ে আটখাঁনা।


এ কি শিক্ষা?
ঐ হয়েছে  বুঝি
বে-পরওয়া মানুষ!
কি যে ভয়ের
হয়ে যে কারণ!


এ কি শিক্ষা?
ওরা মানতে চায়
কি জাত বেজাত?
ওদের আছে কি
ধর্ম-কর্মের জ্ঞান?


শেষ করছে পরিণতি
সেই অবচেতনাতে চলে
জীবন ভাবনা  ভুলে
থাকে অন্তধামে হয়
কি প্রাণের সুরতাল?


এ কি শিক্ষা?
কাজের কাজ রেখে
অরোণ‍্য রোদনে সময়
অপচয়ে নিজ জীবনকে
করে থাকে ধ্বংসের।


এ কি শিক্ষা?
অপরের গাঁয়ে ভর
করে চলে আসছে
যে সকল নর-নারী
আসলে তারা মানুষ
রয় কি সুশিক্ষাতেই।


এ কি শিক্ষা?
ঔ মানুষই আমরা!
রাজনীতির সমাজনীতির ঐ
সামাজিক রীতিনীতির রয়
সম্মান সকলেরই কর্মের
অপূর্ব মননের অসাধারণে।
অপূর্ব মননের চেতনার
স্বাদের অবর্ণনীয় তার।


এ কি শিক্ষা?
হবে না আর
এই জীবনে কলঙ্কের
বোঝা বয়ে বেড়ানোর
মিছা স্বপ্ন-স্বাদের
নিন্দুক চেতনায় সত‍্য
ত‍্যাগের অনাকাঙ্খিতের সেই
অশুভ রুপরেখার মর্মতা।
সেই তরে মানবের
জ্ঞানী হতে হবে।


এ কি শিক্ষা?
প্রকৃত শিক্ষার মানের
উন্নত পরিবেশের জয়
জয়কার আপ্লুতের মন
চলবে নটিকা ঘটবে
অঘটন-আর নাই
নামক শব্দের উচ্চারণ


এ কি শিক্ষা?
নামক শব্দের বলিহারি
হয়েছে কোন মহান
সেই পন্ডের নেতার
হবে কি আর
সেই চেতনার ডরে।
"এ কি শিক্ষা"।
===×××===
===×××===
বাণী : পবিত্র কোরআন শরীফ হতে শুরু অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্ম গ্রন্থাবলীসহ প্রকৃত পক্ষে মানুষের সুশিক্ষা, নীতি-নৈতিকতা ও আদর্শ জীবন গড়ার ক্ষেত্রে (আল্লাহর প্রদত্ত এবং মানুষের রচিত) যা কিছুই কল‍্যাণ কর ভাল জ্ঞানের কথাই উল্লেখ রয়েছে। কোথাও অন‍্যায় পথে চলার পাথেয় মর্মের ঘৃণিতের অসভ‍্যতার বদাভ্যাসের কথা বলা নাই। তবে কেন মানুষ অপরাধ প্রবণতায় পদার্পণ করে অসভ্যতার পরিচয় দিয়ে আসছেন? তাই তো বলি "এ কি শিক্ষা" সেই তরে মানুষই নিজ হতেই ভাল ও উত্তম কি সেইটা না জেনে ও বুঝে মনগঁড়া লোভ-লালসার স্বীকারে মিথ্যা অপরাধ জগতে প্রবেশ করে নিজ জীবনকে অপরাধী বানিয়ে অমানবতার জীবন যাপন করে সমাজকে কুলশিত করে আসছে। যা ক্ষমা'র অযোগ্য কর্ম' আল্লাহ ক্ষমা করতে পারেন না, তাই তো বলি "এ কি শিক্ষা" মানব জীবন নামক কর্মের।।