যার পাপের বিচারক যে জন
এক সময়ে সেই বিচারকে নাজে-হাল
করতে ঐ'শুড়ের দল! হায়ানা দল হয়ে!
রত এক সাথে পাকড়াও হয়েছে সেই তরে।।


যার জন‍্যে যে জন করেছেন চুরি করেছেন
সময়ের ব‍্যবধানে মনিব ও মনিবের বোকা প্রশাসন
'মনে গেছেন ভুলে! পাপিষ্টদের কৃতকর্মের কর্ম-কান্ড!
যাদের অপরাধে বিচারক করেছেন বিচার;


তারা সংঘবদ্ধের দল ভারীতে অপরাধ মনে
কি করে বিচারককে দেওয়া যায় অপবাদ
সেই তরে করে থাকে অপরাধীরা পাঁয়-তারা!
বিনা কারণে অমূলক যোগ-সাঁজসের দুষ্ট মনে।।


সেই-অবচেতন-ভিত্তি-হীন-অপ-প্রচার-লোক-সমাজে
সেই অপ-প্রচারের সংশোধনীর বিচারের সততা
যাচায়ের ভার দেন প্রধান কার্যালয়ের অবুঝের
প্রশাসন ঐ'সেই দুষ্ট-পাপিষ্টদের হাতেই।


এক সময়ের তাদেরই অপরাদের বিচার যিনি
করেছেন' তাদেরই হাতে। এবার বলেন কি করে
ন‍্যায়বান বিচারক সঠিক বিচার পেতে পারে অপরাধী
মনের ঐ'সেই সময়ের অপরাধীদের দুষ্ট-মিষ্ট হতে।।


আরে বোকা  প্রধান কার্যালয়ের প্রশাসন! তুমিই
তো আমাকে দিয়ে করায়েছো তাদের লোভী মন
এর সকলসকর্মকান্ডের বিচার। সেই দিনের কথা
ভুলে আজ তুচ্ছ-বানোয়াট ঘটনার সঠিকতার ;


ভার কি করে দিলে অবিবেচক অপরাধী মনে?
প্রকৃত পক্ষে ঐ' সকল লোক গুলি কি কখনও
সঠিক তথ‍্য দিবে বিচার সত‍্য হলেও তার পক্ষে!
না না না; কোন মতেই নয়! তবে কেন দিলে???


এ কেমন বিচার?
তোমার সম্পদ রক্ষার্থে যে দিন দিয়ে ছিল শুপে
ন‍্যায় বান বিচারকের মন-প্রাণ ও আত্মঃবিশ্বাস।
রক্ষা হয়েছে সম্পদের নিরাপত্তা!


যিনি করলো রক্ষা!
তাকে কি আপনারা দিয়েছেন নিরাপত্তা??
এ কেমন বিচার??
এখন কি খেতে হবে চোর হাতের অপবিচারের আচার?


হায়রে কপালের প্রাপ‍্যতা! কি যে করে;
এখন তো দেখতে পাচ্ছি অপরাধের বিচার না করাই ভালো।
কারণ যে কয় দিন পার হলেই কতৃপক্ষ যাবে যে ভুলে।
এক সময়ে অপরাধীদের হাতে শাসন মানতে হতে পারে।।
===×××===
===×××===
বাণী: জ্ঞানী গুনী ও বড় বড় মনিষীদের অনেক লেখা ও মুখে জেনেছি যে একজন বিচারক বা বড় মাপের লোক সৎ ও ভালো হয় তাহলে তার আদর্শ নিয়ে অন‍্যান‍্যরাও ভালো হয়ে যায়। এখন দেখতে পাচ্ছি ঐ'আদর্শের কথা মাথাতে রেখে সঠিক পথে  চললে অধিনস্তরা তাদের অপরাদ না করতে পেরে বরং উল্টাপাল্টা অপবাদ চাপানোর পাঁয়-তারা করে থাকেন। যা মোটেও কাম‍্য নহে।।