কি লিখেছে কবি মনের কবি?
না হয়েছে ছন্দের বালাই!
না রয়েছে ভাষা গত মিল'
সে না কি ছন্দের কবি?


এ কেমন কবিতা?
ভাবনাতে সে ছন্দ ছল ছল;
চেতনাতে সে ছন্দ উথালের!
প্রেরণাতে পায় যে মুগ্ধতা।।


এ কেমন কবিতা?
কবি চরণ মনে লেখে যে কবিতা
রয়ে মানবতার ভাবনাতে রয়েই'
জীবনমুখীর তরে এক অনন‍্যতায়!


এ কেমন কবিতা?
যে কবিতাটিতে নেই কোনই কবি মন!
সেই উদার চেতনা মনের স্বপ্ন সাধের;
উদ্ভাসিতের ঐ'কবি কাব‍্য ভাব যে রয়ে।।


এ কেমন কবিতা?
এ তো সেই কবির লেখা কবিতা খানা'
এক পাঠক এই কবিতাটি পড়ে লব্দ জ্ঞানে
জীবনমুখী আলোর সন্ধ‍ানের প্রেরণা পায়।।


এ কেমন কবিতা?
ভাবতেই অবাক লাগে মন ছলছল
পতন ছন্দ ছন্দ দ্বন্দের দুষ্ট মিষ্টের
এক ছত্রের ছাত্র দলের ছুটে চলা।।


এ কেমন কবিতা?
আসলে একটি কবিতা লিখতে কবিকে'
কবি মন তৈরিতে মনোযোগে দিতে হবে
যথেষ্ট সময়; তা না হলে ছন্দ পতন হারায়।।
===×××===
===×××===
বাণী: এ কেমন কবিতা প্রশ্নের উত্তরে একথা সত‍্যই বটে। সত‍্যই কবি মনে অপূর্ব একটি ছন্দ বেশ কবিতা রচনাতে কোন বিষয়ের উপর কবিতা লেখা হবে সেই বিষয়টির তরে নাম করণের ধারা বাহিকতার উপর মানব জীবনের উদ্ভাসিতের তরে মানব জীবনের কল‍্যাণ বয়ে আনতে সহায়ক হয়। সেই কবিতাটি মানব কল‍্যাণে প্রেরণা যোগায়।