এ'জীবন যেন মহোৎসব যার আছে ধন
সেই হতে চায় মহাজন।
সর্বের সেরা জনের এক বিশাল ব‍্যক্তিত্ব
জানুক আর না বুঝুক।


তাতে নেই লজ্জা-শরমের বালাই হৃদয়ে
চলতে চায় শুধুই উল্লাসে।
এমন নাম মানুষে, অভাব আছে কি কালে?
সভ‍্যতা হাব ভাব পোশাকে।


প্রকৃত পক্ষে সত‍্যই কি সভ‍্য জাতি আমরা
কবে হব সেই জাতিতে ধন‍্য?
করবো না পরচর্চা পরলোভ স্বজ্ঞানালোয়
ঐ'কথাটি যদি জানি তবেই।


এক শ্রেণীর লোক করে বসবাস এ'সমাজে
হেলা করে মানুষ মানুষকেই!
হায়রে জীবন মানুষের যা কল্পনা করা দায়।
সেই সকল মানুষেরাই ঘৃণিত।


ওরা কেন হতে চায় হায়ানার বাঁচতে সমাজে,
লজ্জা কি হয় না একটি বারও?
কেমন চলে চলছে ধর্ম প্রাণ সাধু সন‍্যাসীতে;
ভয় লাগে! পাই ভয় একান্তেই।


এ'কেমন জীবন ভাবতেই অবাক এ'প্রাণটির
শয়তান মানুষ রুপ দেখা বদে।
কখনও তারা সফলতা পায় কি কোন কালে?
এ'জীবন নয় কাম‍্য মানবতায়।
******************
বাণী: ভাল আর মন্দ একটি লোক যখন বুঝতে পারে! সমাজে কোনটি গুরুত্ব পূর্ণ, কোনটি নয়? সেই সূত্র ধরেই মন্দ কাজটি না শিখে বা করে ভাল ও উচিৎ কাজটি করলেই তো সভ‍্যতা পাওয়া যায়। তবেইতো আস্তে আস্তে সমাজে সভ‍্যতা ফিরে পাওয়া যাবে।💖💖💖