দশ ক্লাশ পড়ুয়া ছাত্রী
আফরিন নতুন উদ‍্যোক্তা!
অপূর্ব মনোরঞ্জনের কাঠের
নকশাতে চমৎকার নজর কাঁড়া'


মনোমুগ্ধকর বিনোদনের আকর্ষনীয়
অসাধারণের নির্মল স্বচ্ছ মন খুঁলে অক্সিজেন
গ্রহণের এক অনন‍্যতায় ভরা মননে
গড়ে তুলেছেন এই বয়সে আফরিন প্রাণের;


দীপ্তমানের  উদ্ভাসিতের রেটিনা পপি সৃজন!
হরেক রকমের বাহারী রং-বে-রং এর ফুলের
শোভার বেডের সমারোহে কি যে মনের তৃপ্তিতে
চোখ যে কথা বলে জুরায় হ্নদয়ের চাওয়া!


সেই মনো সাধনাতে নতুন উদ‍্যোক্তা আফরিনকে
জানাই অভিনন্দন ও শুভকামনায় আন্তরিকতা।
অনেক শুভকামনাতে একজন সাবলিল সূর্যের
আলোয় আলোকিত উদ্ভাসিত তরুণী হতে পাই"


ঠিকানা নামক দর্শক সুন্দরের বিনোদন স্পর্ট।।
সত‍্যই তুলনা নাই তোমার সাথে অন‍্যের কোন!
তুমি যে অনন‍্য! তুমি যে উদ্ভাসিতের একজন!
তুমি মায়াবী! তুমি তরুণী নারী উদ‍্যোগী প্রেরণার


উদাহরণ!  তুমি এক ধাপ এগিয়ে নিলে নারীকে।
যাবো আমরা (স্বামী-স্ত্রী) তোমার ঐ' ঠিকানাতে;
সফলতা পায় যেন দর্শক প্রিয়তে ভরা ঠিকানা।
আফরিন তুমি হবে সত‍্যই একজন অনন‍্যার।।


আমি একজন কবি হয়ে তোমার এই বয়সের
সৃজনশীল উদার চেতনাতে মুগ্ধতায় কবি চরণে
তোমার নামটি লিখে দিলাম আপন জানাতেই
তুমি আমাকে চেন না! আমারও জানা নাই।


আজই দেখলাম ইউটিউবে আমার শ্রদ্ধ‍্যাভাজন প্রিয়
বড় ভাই তিনি জানেন না আমি কতটাই ভক্ত তাঁরই,
তিনি জনাব,শাইখ সিরাজের অপূর্ব সাক্ষাৎকারে
উঠে আসা তোমার অল্প বয়সের মনোমুগ্ধকর সৃজনি'


মানুষের বিনোদনের জন‍্যে সুন্দর এক 'ঠিকানা'
এই তরুণী মনের ঢাকার সন্নিকটে গড়ে তুলেছো।
অনেক ভালো লাগা জানবে তুমি; পড়া-লেখা
করো! অনেক বড় হবে! সমাজকে দিয়ে আনন্দ!


ঠিকানা নামক ঐ' স্পর্ষ্টে যাওয়াতে রয় যে ঠিকানা:
ডেআউটার্স গুলশান থেকে ২-৩ কিলোমিটার দূরত্বে
অবস্থিত। বাডডার বেরাইদ বালু নদীর পাড়ে দৃষ্টিনন্দন!
ঠিকানা নামক কাঠের বাড়িটি ঘুরে দেখতে সময় হয় যে
সকাল ৬টা-রাত ১২টা পর্যন্ত, আ-হা-ভা-রী-অ-পূ-র্বে-র।।


ঐ'সেই তরে;
হবে সত‍্যই তুমি প্রকৃত ঠিকানার সকল মানুষের
মনের চমৎকার এক কথা মালার গল্পে শোলকে
এই দেশসহ ছড়ায়ে পড়বে তোমার তরুণী প্রচেষ্টা
অসাধারণ ও অপূর্ব উদ‍্যোক্তার অভিন্ন সফল
নারী কল‍্যাণের কল‍্যাণ কামিনী দৃষ্টান্তে গুণিজন।
@@@@@@@@@@@@@@@@@@@
কবিতাটি উৎসর্গিত করা হল: যৌর্থ ভাবে জনাব, শাইখ সিরাজ ও আফরিনের নামে! জনাব, শাইখ সিরাজের দীর্ঘায়‍্যু কামনাতে ও আফরিনের জীবনের দিন দিন সফলতা কামনায়।।
===×××===
===×××===
বাণী: সেই তো সমাজের বড়-গুণিজন। যার কর্মগুণে রয় যেন নতুনত্বের অনন‍্যতার সৃজন শীল কর্ম সৃষ্টির ক্ষেত্রে নিজ উদ‍্যোগে মানবের বিনোদন কল‍্যাণে কর্মগুণের পরিচয় বহনে অসাধারণ স্বাক্ষর বহন করে নতুন ইতিহাস সৃষ্টি করে নিজ নাম লেখাতে সক্ষম। সেই তো প্রকৃত একজন বয়স হার না মানার (নারী-পুরুষ) তুলনা নয়! সত‍্যই প্রকৃত আফরিন তুমি একজন এই প্রজন্মের অল্প বয়সের তরুণী নারী উদ‍্যোক্তার অনন‍্যতায় ভরা।