পবিত্র মাহে রমজানুল মুবারক এর মাস
মুসলিম জাহানের খুবই ধর্মীয় গাম্ভির্যত্বে
সিয়াম সাধন আদর্শ নীতি নৈতিকতা মর্ম
ধনী-গরীব-পার্থক্য-সহায়ত্ব-সেবা-ধর্মার্থ।


সিয়ামেই শিষ্ঠাচার পালনে অর্জন দশে
প্রথম মাহে রমজান যেন উঞ্ঝতা উষা
দেখা দেয় যেন কতটাই খুঁশি কষ্ট মন
ধীরে ধীরে এগিয়ে সময় দিন ক্ষণত্ব।


মনবল শক্তি বাহুবল ভৃতি জাগ্রতের
আল্লাহ্ তুমি সবই বিশ্ব জগত ধরার
অধিপতি সর্বের সর্বা সকল জাতির
কল্যাণকামী তুমিই রহমানুর রাহিম।


রক্ষা করিও বিশ্ব-জাহান সকল
মানুষের কল্যাণকামী আদর্শে
দেখা দিও সকল কাজে অর্থ
পূর্ণে যথার্থ সমবেদনাব্রতে
এই জীবন তোমার দান
ধর্ম-কর্ম-মর্ম-জীবনত্ব!
সেরা সবই যেন হয়
রহমত পূর্ণতা হৃদ
এই দশে রহমত
প্রাপ্ত তোমা হতে
একান্তই কাম্য।
সেই প্রেমমন
প্রতি সকল
দীক্ষার্থে
অনুগামী
একমাত্র
ভরসাই
আল্লাহ
সকল
মানুষ
জাতির
তুমিই।
××××
বাণী: আল্লাহর সৃষ্টি সমস্ত কিছুই তার ইবাদতের জন্যে। সেই সৃষ্টি যতই বুদ্ধির ও সৌন্দার্যের হউক না কেন! সকল প্রশংসা একমাত্র তিনিই প্রাপ্য। শুরু ও শেষ (অর্থাৎ জন্ম-মৃত্যু) অনুভবে তাই বলে। জ্ঞানী লোকেদের হিসাব তা-ই আসে। অজ্ঞানের হিসাব অমূলক। তার মানে দাঁড়ায় মাঝে যে সময় সৃষ্টির সমস্ত কিছু অতিবাহিত হয়। তা হল নামে মাত্র ভোগ-বিলাস-মিছামিছি-জীবন-যাপন করা ছাড়া কিছু নয়। মাঝাখানের সেই জীবন-যাপন চলা অবশ্যই অর্থ পূর্ণ চলতে পারলেই স্বার্থক, নয়তো বিনাশ্রমে পথ চলা মাত্র। আর কিছু নয়।।