সারা মুসলিম জাহানের
আজ পবিত্র রজনী রাত!
এই রাত্রই বন্দেগীর সেই
পবিত্র শব-ই-বরাত রজনী।


আজিকের সেই রাত ঈবাদত
এর মাধ‍্যমে ক্ষমা স্বীকারের
নত'জানে বিধাতারই নিকটে
চাইলে ক্ষমা একনিষ্ঠ‍্যতায় কেন


-মিলবে না ক্ষমা? চাওয়াতে যদি
কোনই অনিহা না থাকে তবেই তো
আল্লাহ খুঁশি জানে কবুল করেন ঐ
বান্দার একনিষ্ঠ‍্য চাওয়া-পাওয়ার'


রহে হিসাব সেই প্রেরণাতেই সৃষ্টির
রহস‍্য হতে প্রকৃত নিষ্ঠাবান কর্তব‍্যের
মানুষের বেইমুখ করেন না বিধাতা।
কি যে অপূর্ব রজনী রাত্র এই মহিমান্বিত।


হে আল্লাহ্ ক্ষমা করো আমায়
ক্ষমা করো আমার পিতা-মাতাকে
ক্ষমা করো আমার নানা-নানীকে
ক্ষমাকরো আমার দাদা-দাদীকে'


ক্ষমা করো আমার আপন-জনকে
ক্ষমা করো আমার পাড়া-প্রতিবেশীকে
ক্ষমা করো আমার জানা-অজানার
ছগিরা-কবিরা ছোট-বড় সকল গুনাহ্।


পরিশুদ্ধ ও পবিত্র মানুষ তৈরি করো
আমাকে! দুনিয়ার সমস্ত না-পাকী,
জাহান্নামী, মিথ‍্যা, মুনাফেকী, মানুষ
ঠকানো, অত‍্যাচারীর, ধোঁকার, ছল-


চাতুরীর, গিবতকারীর, পরনিন্দার,
পরচর্চাকারীর, খুন-রাহাজানীর হাত
হতে রক্ষা করো আমায়! রক্ষা করো
শয়তানের খারাপ আঁচড় হতে আমাকে!


করো রক্ষা তোমার সকল বান্দাকেই
তুমিই তো আশরাফুল মাখলুকাত সৃষ্টির
সেরা জীব এই মানুষকেই করেছো ঘোষনা'
তবে কেন হবে মানুষ অমানুষ রক্ষা করো
আমাদেরকে! বানাও তোমারই চাওয়াতে।


হতে চাই সেই জন! রইবো তোমাতেই শুধুই
যে মন-প্রাণ। অন‍্যথা নহে' ওহে পাগল মন।
হে আল্লাহ্ মাপ করে দাও আমাকে! সকল
সৃষ্টির প্রাণিকে! আজকের এই দিনে করছি


ওয়াদাতে নিলাম শপথ আর কোন দিন করবো
অন‍্যায়, মান‍্য করবো তোমারই হুকুম-আহকাম।
নেক হায়াত দাঁরাজ করো করিও, আমার উপর
অর্পিত কর্মময়ের দায়িত্ব ও কর্তব‍্য, জ্ঞান-চর্চার'


মন দিও, স্মরণ শক্তি বৃদ্ধি করে দিও, পরমুখা
পেক্ষি করিও না আমায়-আমাদেরকে পবিত্র
এই মহিম্বাবিত রাত্রে। দেখ না কেমনে কাঁদছি
দু'চোখের জল ছেঁড়ে দু'টি হাত তুলে ফরিয়াতে


রত! মাফকরো  আমাকে। সম্মান জনক রিজিক
দান করো!হে আল্লাহ দান করো এধরাতে। বাবা
-মাকে খেদমত করার তৌফিক দান করো! রেখ
ভাল আমার স্ত্রী-সন্তানকে' রেখ ভাল তোমারই


সৃষ্টির অদৃশ‍্যকে যার ন‍্যায় পবিত্র "শব-ই-বরাত"
এর রাত হয় যে, ভাগ‍্য লেখনের মাস, হিসাবের
মাস, পুরাতন গ্লানি ধুঁয়ে-মুঁছে পবিত্র হয়ে নতুন
পূর্ণ‍্যের কাজের মাধ‍্যমে ভবিষ‍্যৎ আত্মশুদ্ধিরই


রহমত পেতে অনন‍্য মননের চাওয়া-পাওয়ার
এই সেই মূল‍্যবান রাত! এই রাতেই আর্বিভাব
ঘটে সারা জাহানের মুসলিম নর-নারী দ্বীনের
কান্ডারী' যিনি সুবার্তা নিয়ে এলেন নর্ষাৎ এই


দুনিয়ার মানুষের মঙ্গল কামনায় তিনি হলেন
আমাদের প্রিয় নবী পিয়ার হাবিব হযরত মুহাম্মদ
(স:)। তিনাকেসহ পরিবার ও সারা জাহানের
নবী রাসৃল গণের ক্ষমা করো এবং ছওয়াবাব


দিও পৌঁচ্ছিয়ে কবর মোবারক বাদে, বেহেস্ত নসিব
করিও সকলকে। আজ পবিত্র "শব-ই-বরাত" এর
রাত নাও আমায় আপন করে ওসৃষ্টিকর্তা নাও না
আমাকে! করো দোয়া কবুল তোমারই একনিষ্ঠ্যতায়।
***===***
***===***
বাণী : আল্লাহ সকল মানুষের মঙ্গল চান ও ভাল বাসেন। কিন্তু  আমরাই সৃষ্টি কর্তার ভাল বাসা জানতে পারি না" পারার চেষ্টায় ত্রুটি থাকে। তাই কোন মতে ঘৃণায় ভরা জীবন-যাপন করে বেড়াই এবং মিথ‍্যা প্রলাপে বলে থাকি ভালই আছি! আল্লাহ ভাল রেখেছেন। এই কথা বলেই  অপরাধী মনকে একটি থাপকো বুঝ দিয়ে রাখে। নিজে দোষ করে বলেন আল্লাহর ইচ্ছা। যা কোন অবস্থাতে বিধাতা পছন্দ করেন না।