ওহে মানুষেরা শোন সকল
বুঝার মতন জানতে হবে।
তবেই না বুঝ পাবে মনটি
জেনে বুঝে চলবে জগতে।


কে আপন; আর কে পর!
কোথায় কিসেরই নেশায়
করছি আমরণ ভাবনা মন
এমন করেই পথ চলা হৃদ।


মন মাঝে সত্য-নিষ্ঠা চলন
সঠিক পথের সন্ধ্যা না করি!
সেই মানব জীবন কি পাবে
অনন্য ছোয়ার স্বর্গ-শোভার?


মানুষ হয়ে জন্ম নিয়ে কেন
হতে পারবো না প্রকৃত মানুষ?
এসো মানব সকল হই মানুষ
আমরা এ'ধরাতেই জন্মান্তর।


সকল ক্ষেত্রেই সাম্যতা চাই
সাম্যেরই চাই হোক বিজয়।
রই আমরা মানুষরা সহমত
তবেই জ্ঞান উপলব্দি জাগ্রত।


সুন্দর জীবনমান অর্থ স্বার্থক
লাভে ধন্যতা পাবে মানুষেরা।
একজন স্বার্থক মূল্যবোধতার
জগৎ সংসার বড়ই কঠিন কথা।


এমন কোন কর্ম না করা মনুষ্য
মানুষ হিসেবে দায়ী হতে হবে!
থাকতে হবে জীবনটি বিধাতায়
শূন্য ঘর; যা থাকাটা বড়ই-দ্বায়।


পূর্ণতা পেতে করতে ইবাদত
ধ্বংস মন নিয়ে চলি সর্বোক্ষণ!
সেই মনে ইবাদত হয় কি বলি?
না রে মানুষ নাম সকল তা নয়।


পাপ কাজ করে; মানুষ ক্ষতিতে
রয়ে সর্বক্ষন দিন-রাত চেতনায়!
কি করে পাবে মুক্তি আহাজারীর
আর্তনাদে খুঁশি সৃষ্টিকর্তা তোমায়?


হায়রে মানুষ শেষ কোথা ধর্মজ্ঞান
নৈতিকতা চরিত্রগুণ প্রেরণা অণুপম;
আশার আলো পেতে সময় অপেক্ষা
মাত্রই মূল্যবোধতা নয় আহাজারী!


প্রেম-বিরহ-লোভ-লালসা-হিংসা
সবই মানুষের মর্যাদা পূর্ণতা মন
অর্থ খুঁজে পেতে জাতিগত মূল্যে
হতে মানুষ অপূর্বজন সাম্য সুউচ্চ।


পর-নারী-পর-ধন-পর-চর্চা-পর-
বিলাস-মনোভাব-পর-অর্থ-লোভ;
কি করে পেতে পারে সেই মানুষ
নাম জানোয়ারেরা সুখী জীবন?


নিজে হয়ে ক্ষতি; করতে ক্ষতি
অপরকে; সেই মন হয়েই থাকে'
এক সময় অনুতপ্ত অনুভূতিতেই
আহাজারীর চরম চেতনা ক্ষমার।


আরে মানুষ ক্ষমাই যেহেতু চাবে
তবে কেন করলে অপরাধ প্রাণ?
দাগ লাগায়ে দিলে নিজ জীবনে
দাগ কি আর যাবে আহাজারীতে?
××××××××××××××××××××××××
বাণী: মানব জীবন এমনিতেই অনেক দুঃখ-কষ্টে ভরপুর। সেই জীবনে যদি ভুল পথে চলে মানুষ হয়ে মানুষেরই সাথে অপরাধ করে অপরাধী বনি। ঐ'পেতাত্তা মনে বিধাতার দরবারে আর্তনাদ করে হাজার বার আহাজারী ক্ষমা প্রার্থনা চাইলেও কি আল্লাহ্ অতি সহজে ক্ষমা করে পরিশুদ্ধ করে দিবেন? হ্যাঁ! দিবেন; যার সাথে অন্যায় করে থাকবে সেই জনার নিকটে গিয়ে ক্ষমা চাইলে, তবেই না ঐ'ব্যক্তি ক্ষমা স্বীকারে সন্মতি জ্ঞাপন করায়; আল্লাহ্ খুঁশি হয়ে তখনই ক্ষমা করে দিবেন। সেই মনেই পরিশুদ্ধতা লাভে ধন্য হতে পারা যাবে। অন্যথায় নয়।