যে জন করবে চিন্তা নিজেকে গড়তে
সে জনই তো প্রচেষ্টায় থাকে রতজানে'
অর্জনে সুন্দর জ্ঞান উপলব্দির দীক্ষায়
বিধাতাকে রপ্তে অন্ত:ধামে অন্তর হতে'


ভক্তিতে একনিষ্ঠতার চরণে প্রকৃত পক্ষে
সততার বলিয়ানে যে মানুষ গুলি পথ চলবে
তারাই তো জীবনের প্রকৃত চাওয়া ও পাওয়ার
চেতনা বোধের মূল‍্য পেয়ে সামনে যাবে এগিয়ে।


জেনে ও বুঝে সৃষ্টিকর্তাকে সব সময়ই স্মরণে রেখে
সৃষ্টি কর্তার অনুশাসনের নিয়মাবলী চললে মেনে পাবে!
কি যে ধন‍্য জীবনের পূর্ণতা লাভ; সেই জীবনকে ঐজনই'
জানে! যে জন এক নিষ্ঠ প্রকৃত জ্ঞান লব্দে অর্জন জানে।


মানব জীবনে তারাই তো প্রকৃত এক নিষ্ঠ মানুষ!
যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে এবং সেই মতে তাঁর
বিধানের নিয়ম-কানুন মেনে চলতে প্রচেষ্টায় ব্রত:রয়ে
নিজের কল‍্যাণসহ অপরকেও কল‍্যাণে মগ্নেরত থাকে।


ঐ সকল মানুষ গুলিই তো থাকে ভাল প্রকৃত পক্ষেই"
সেই সকল মানুষ মেলানো বড়ই দায়; চোখে সহজে
পড়ে না! পড়লেও নানান রকমের আগাছার কারণে
পড়তে চায় না চোখে' "এই কথাটিই সত‍্য" প্রকৃতই
একক চেতনাতে মানব জীবন নামক অপূর্ব অনুধাবনে।


===****===
===****===


বাণী : আমরা মানুষরা কিছুই করতে পারি না। পারি শুধু অনুকরণ করতে। নকলে মন সব সময়ই মেতে থাকে। আর নকল অনুকরণে জীবন চলতে চলতে পরিশুদ্ধ জীবনের প্রকৃত মূল‍্যই আমরা হারায়ে বি-পথগামী হয়ে অস্বাভাবিক জীবনের সুন্দর রয়েছি বলে অসুস্থ ও বিকৃত মস্তষ্কের জ্ঞানে কোন মতে বিধাতার রহমতে ভাল আছি বলে সমাজে চলে আসছি। যা একনিষ্ঠ বিচারের ধরা ও ছোঁয়ার বাহিরেই রয়ে যায়। আর ঐ রকমের জীবন হতে স্বাভাবিক জীবনের সুন্দর ও প্রকৃত জীবন লাভে বিধাতার অনুশাসন মেনে জীবনে চলতে পারলেই স্বার্থক জীবন পেতে ধন‍্য হয়ে এহকাল ও পরোকালে উপযুক্ত স্থানে সন্মানি হবে "এই কথাটিই সত‍্য" যার নয় তো পরিবর্তন মানব জীবনের প্রকৃত স্বার্থকতা লাভে অনন‍্যতা ভরে।।