এই দেশেরই সোনার ছেলেরা
এই দেশেরই সোনার মেয়েরা
এই দেশেরই আপামোর জনতা
এই দেশেরই সমাজ ব‍্যবস্থা।


এই দেশেরই রাষ্ট্রের অবকাঠামো
এই দেশেরই গণতন্ত্রের মন্ত্রের কথা
এই দেশেরই জন সাধারণের কথা
এই দেশেরই রাজনৈতিক হালচাল।


এই দেশেরই সমাজ তন্ত্রের ব‍্যবস্থা
এই দেশেরই উন্নয়নের ধারা বাহিকতা
এই দেশেরই কৃষি উন্নয়নের ব‍্যবস্থা
এই দেশেরই নদী-নালা-খাল-বিল


এই দেশেরই হাওর-বাওর-বিল-ডুবা
এই দেশেরই সবুজে-শ‍্যামলের অপরুপ
এই দেশেরই সবুজ ফসলের নীলা ভূমি
এই দেশেরই পাহাড়-পর্বতের সুউচ্চ চূড়া


এই দেশেরই সমূদ্র-বন্দরের নীলাম্বনা কতই না বৈচিত্তের
এই দেশেরই চট্টগ্রাম ও খুলনা মংলা বন্দর রপ্তানিতে ব‍্যস্ত
এই দেশেরই আকাশ পথ ঢাকা, যশোর, সিলেট, চট্ট:ও বরি:
এই দেশেরই মানুষ-নৈতিকতাতে-সামাজিকে হতো যদি ভাল
এই দেশেরই  মানুষ গুলি থাকতে পেত মহা-সুখ-শান্তিতে।


এই দেশেরই সুবজ-শ‍্যামল অরোণ‍্যের অপরুপ
এই দেশেরই মানুষের দেয় যে অক্সিজেন ও ছায়া
এই দেশেরই মৃত্তিকা দেয় যে বলে মাটির প্রকৃত কথা
এই দেশেরই সংস্কৃতি রহে বিনোদনে মাতায়ে সকলকে।


এই দেশেরই ফল-মূলে রয়েছে সুস্বাদ
এই দেশেরই মিঠা পানির স্বাদের বিভিন্ন মাছে
এই দেশেরই আকাশ-বাতাশ সবই রয় যে
এই দেশেরই মানুষের কল‍্যাণের সেই তরে।


এই দেশেরই মাঝি-মাল্লারা সকলেই এক
এই দেশেরই মা-মাটি কথাটি এক হয়ে রয়
এই দেশেরই শিল্প-কল-কারখানা কর্ম-সংস্থান
এই দেশেরই মানুষের আশীর্বাদেরই ফসল।


এই দেশেরই ব‍্যবসা-বাণিজ‍্যের অবাদ-বিচরণ
এই দেশেরই অর্থনৈতিক ভাবনার চেতনা রয়
এই দেশেরই কল‍্যাণের তরে কল‍্যাণময়ী হয়ে
এই দেশেরই শিক্ষা-ব‍্যবস্থা সবই মানব কল‍্যাণে


এই দেশেরই জন-প্রশাসন রয় সমাজ চেতনায়
এই দেশেরই পুলিশ প্রশাসন রয় সেই তরে
এই দেশেরই সামরিক প্রশাসন রয় দেশ রক্ষায়
এই দেশেরই সেনা, নৌ ও বিমান ঐ তরে সেই..


এই দেশেরই গ্রাম‍্য-পুলিশ ও আনছার বাহিনী
এই দেশেরই জন-প্রতিনিধি রয় ইউনিয়ন পর্যায়ে
এই দেশেরই বিভিন্ন পদে রয় বিসিএস ক‍্যাডার
এই দেশেরই  সকল চেতনা বোধ রয় মানবেরই।


তাই তো বলি;
এই দেশ আমাদের!
এই দেশ আমার!
এই দেশ সকলের!
এই দেশ তোমাদের!
সব কিছু মিলেই আমরা!
এই দেশ যেহেতু সকলের
এসো বসি এক সাথে চলি
আপন মনের অনন‍্যতায় ভরে
তবেই তো দেশটি স্বার্থকতা লাভে ধন‍্য হবে।
এই দেশ আমার! রক্ষায় রইবো আমরা
এক সাথে একত্রে
এই দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে।
===×××===
===×××===
বাণী : এই দেশেরই জন্ম ভূমি যেখানে আমার, আপনার, তোমার, তোমাদের, সকলের সেই তরে এই দেশের সব কিছুই রক্ষার দায়িত্ব আমাদেরই। যে কোন মূলে রক্ষায় রইবো এক সাথে একত্রে।