আয়কর অধ্যাদেশ উনিশত চুরাশি
এরই নিয়ম-কানুনের বালাইয়ে
নিয়ম চালু হয়েছে আয়কর রিটার্ণ
দাখিল করতে হবে রাজস্ব খাতে
সরকার নিয়ম করেছে এই নিয়মে
চলছে জোরদার কার কত আয়
দিতে হবে কর জমা সরকারের
কোষাগারে! চমৎকার ভাবনাতে
তা বেশ আমি হইবো একজন গর্বিত
এই দেশেরই নাগরিক হইবো সত্য
নিষ্ঠাতে একজন প্রকৃত মানুষ। রইবে
অবদান আমার এই দেশেরই উন্নয়নে।।


অবশ্যই একজন নাগরিক হিসেবে দিবো
জমা আয়কর রিটার্ণ রাজস্ব খাতে নেই কোনই
আপত্তি তাতে; বর্হি:বিশ্বের উন্নয়নশীল দেশ গুলিতে কোন
নিয়মে কর্তন করে আয়কর? দেয় কি সুবিধা নাগরিকের?
চাকুরী না থাকলে ঐ সময়ে সংসার ভরণ-পোষণের
ব্যবস্থায় সরকার কি দায়িত্ব নেয়? না আজ আমার দু'পঁয়সার
চাকুরীতে কোন মতে চলে সংসার, কাল চাকুরী না থাকলে
হতে হয় ভবঘুরে! কোথায় কাজ পাবো? হন্নে হয়ে বেড়াতে হয়;


পুন:রায় কর্মস্থানের নেশায়; যে দেশে নাই কর্মস্থানের কোনই
নিরাপত্তা সেই দেশের মানুষের করতে হয় যদি নিয়ম আয়ের
একটি অংশ দিতে হবে সরকারের রাজস্ব খাতে; তবে কেন নিবে
না দায় সরকার, বেকার হয়ে যাওয়া কর্মক্ষম লোকের দায়ভার!
যে দেশে রাখে না রাজস্ব বোড খোঁজ-খবর; দেয় যে গুণিজন আয়কর
রিটার্ণ জমা প্রদানকারী কর্মকর্তা কর্মচারীগণ। অবাক লাগে শুধুই
হয়ে ভাচ্যুয়াল গতিতে চলছে, চলতে চায় আমাদের দেশের রাজস্বখাত।।


এই রাজস্ব খাত কি আমরা মানুষ পরিচালিত না? এই নিয়ম কি মানুষের
তৈরী নয়? যদি হয় মানুষের তৈরি তবে কেন আমরা জানি না; জানতে চাই না?
কোথায় আমাদের সমস্যা? প্রকৃত পক্ষে কে দিবে রাজস্ব খাতের আয়কর জমা?
যে সকল অর্থবৃত্ত মানুষেরা আয়কর দিবে জমা, সেই সকল সুনাগরিকদের বিপদে
চাকুরী না থাকলে, ব্যবসায় লোকসান হলে, সরকার কি সাপোর্ট দিবে সেই সময়ে?
উন্নত বিশ্ব তো তাই করে থাকে।। তবে কেন করছি না সেই উন্নত বিশ্বের মতন ব্যবস্থা?
ঐ প্রচার করছি আমরা উন্নত বিশ্বের দ্বার:প্রান্তের অগ্রগতিতে বাংলাদেশ।


আমরা মানতে চাই সকল নিয়ম-কানুন, রীতি-নীতি, প্রচলিত আইন, মানতে হবে
সরকার ব্যবস্থাতেও মানব কল্যাণে; মানবের বুলিতে সরকার যেখানে উন্নয়নের।
তবে কেন আয়কর কর্তন ব্যবস্থায় হবে সঠিক নিয়ম প্রয়োগ? আয়কর প্রদানকারী
তবে কেন পাবে না বেকার ভাতা, চিকিৎসা খরচ, ছেলে-মেয়েদের লেখা-পড়া
ব্যয়-ভার সরকার হতে? এসো না বন্ধু, ভাই, গুণিজন শপথ করি এক সাথে!


শুধুই মুখে না বলি; উন্নত বিশ্বের সাথে আমরা! সেই সমস্ত দেশ সমূহের সরকার
প্রতি বৎসর রাজস্ব আয় অর্জন করছেন এতো কত শত; তা বেশ আমিও সহমত'
নেই কোনই দ্বিমত; যে সকল উন্নত বিশ্ব আয়কর কর্তনকারীদের কে যে সকল
নাগরিক সুবিধা দেয় সেই সকল সুবিধা সমূহ প্রয়োগ করুন আমাদের দেশে।
আর সৎ যোগ্য ন্যায় পরায়ণ ব্যক্তি নাগরিকদেরকে চাকুরী দিতে হবে রাজস্ব
নামক সরকারের লাল ফিতার দৌরাত্নাতে। যাতে হয়রানী না হতে হয় সাধারণ
আয়কর রিটার্ণ জমাকারী সুনাগরিকদেরকে।।
===×××===
===×××===
বাণী: ভাল, নীতি-নৈতিক ও আদর্শ কথা বলা খুবই সহজ! কিন্তু একই মানুষ সৎ, যোগ্য ও আদর্শ হতে পারা কঠিন। তাই সহজ ভাবে জীবন-যাপনে নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে অপদার্থের ন্যায় এক মানুষ হয়ে অপর মানুষকে ক্ষতি করা অবিবেচকের পরিচয় বহন করা ছাড়া আর কিছুই নহে।।