আজ মনটা যে আমায় নাচছে!
তুমি মোর যাবে! যাবে মোড়া সাথে;
মনটি যে আমায় বলছে কথা ঐ'মনে
তাই তো আজ একটি কবিতা লিখবো।।


আজ মনে মন রেখে দীক্ষাতে পণে রয়ে
চলে এলাম তোমাতে আপন করে পেতে!
আজ যে কবিতাটি লিখতে বসেছি ঐ'
উদ্ভাসিত মন একটি ঠিকানা কবি মনে।


সুন্দর অপূর্বের চমৎকার স্নিগ্ধ শতদল
পবিত্র মন চরম প্রেরণার শ‍্যামল বর্ণ
কতশত ঐর্শের হর্ষণের পদ দলিত কি?
বলতে বলতে আজ একটি কবিতা লিখবো।।


এই সমাজের সন্তানদেরকে করতে উদ্জীবিত
জরাজীর্ণ অন্ধকারের ছায়া হতে গভীর সোয়া
রেজ নামক অন্ধত্বের বলির স্বীকার হতে সেই
চেতনা বোধের ইচ্ছা শক্তিকে লাগায়ে কাজে।।


এই মুক্তি কামী বাংলার একটি সন্তানও হবে না
অলস! থাকবে না রোগা, বোকা, শোকা, মদ,
হিরোইন, গাঁজা, ধুমপান, আফিন, তারি, নারী
লিষ্পতা, হিংসতা, মিথ‍্যুক, কর্মক্ষম, ভেজালে,


নিজের বুঝ না বুঝে অপরকে বোঝাতে বেজাই!
এই বাংলারই সকল সন্তানেরা হবে এক অনন‍্য।
চরম ইচ্ছা-শক্তিকে প্রকৃত কাজে লাগায়ে করবে
অর্জন জীবনকে প্রকৃত মানুষ রুপি সাধ বুঝতে।


ওহে মানুষ এসো সঠিক পথে চলি কাজটি সঠিক
করি। তবেই তো আর বুঝ হবে না অবুঝের তরে'
এসো ভাব করি চলি এক সাথে! পিছু পা রাখবে
না কখনই কোনই মানব জাতি এই বাংলার স্বর্ণ
সন্তানেরা। কি মনে আজ একটি কবিতা লিখবো
নাম করণের স্বার্থকতাতেই কবি মন তাই বলে।।
===×××==
===×××===
বাণী: সময় ও নদীর স্রোত কারও জন‍্যে যেমন অপেক্ষা করে না। তেমনি  অযোগ‍্য ও অলস এই দেশের সন্তানেরাও পরিবার তথা সমাজে বোঝা ছাড়া কিছুই নয়।।