আজিকের দিনে মনে পড়ে মাকে
মনে পড়ে আমার জন্ম-দাতাকে।
মাতা হলেন জন্মা জন্মান্তরেরই
পিতাই হলেন জন্মাদাতা জ'না।


মনে পড়ে গেল সেই 'দিন কথা
মায়ের গর্ভধারণে একটি সময়!
শত কষ্টের অপূর্ব মনন চেতনা
জন্মিবে বেশ মার্তৃগর্ভে সন্তান।


মাতা খুঁশি; পিতার আনন্দের
শেষ থাকে না আলোকিত ঘর!
সময় যেন আপন করে নিতেই
পরিবার অপেক্ষিত সুমনটির।


আমিও ছিলাম তেমন নয়ন
মনি মা,খালা, নানী-নানার।
পরিবার সকল জ'না খুঁশিতে
মামা-খালাদের মুখে শোনা!


গল্প সোনা ভাগ্নে জন্মেছেরে
ঐ'সময়ে অন্ধকার ঘর আলো!
স্নিগ্ধতার শেষ নেই কমতিতে
কি যে সুন্দর লেগেছে হৃদয়ে।


পরিবারে তাই তো মর্যাদাময়
নিরাপদ আশ্রয় ঠিকানা নির্ভর।
আপন মনটিতে লালিত-পালিত
শিশু হতে বড় ঐ মাতৃ ঠিকানা।


মনে পড়ে ছোট্ট বেলাকার স্মৃতি
তাই তো আজ রই জীবন গড়াতে!
সুন্দর স্বচ্ছতা পেতে একান্ততায়
কত দেনা কতজনাতে কোলময়।


মায়ার বাঁধন এমন একটি স্থান
সকল সেরা মর্মস্পর্শী সমতা।
আজ মনে পড়ে সকল গুরুজনা
শ্রদ্ধাভাজন মননে আপনত্বতায়।


সেই ছোট্ট শিশুটি আজিকে কবি
সম্মান পেতে রই অভিভাদন স্বর্গ!
কতশত গুণিজনা দেখা-সাক্ষাতে
এই সমাজ সেরা সুউচ্চমান ঠাঁই।


জন্ম আমায় স্বার্থক তখনই আজ
পাবো যখনই আল্লাহ হতে ঠাঁই।
করতে পারবো জয় সকল সত্য
জীবনমান একান্তই দয়া বিধাতা।


হে আল্লাহ্ রক্ষা করিও আমায়
এই সুন্দর পৃথিবীতে দিও ঠাঁই।
প্রকৃত জন্ম-জন্মান্তর হিসাবেই
করি পণ অর্থবহ স্বার্থক জন্মে।
××××××××××××××××××××××
বাণী: মানুষের পৃথিবীতে প্রেরণ একটি ওছিলা পিতা-মাতা মাধ্যম মাত্র। প্রকৃত মানুষ হতে হলে অবশ্যই মানুষকে নিজ হতে জ্ঞানী হয়ে সমাজে বেড়ে উঠে গুণি হতে হয়। আর সেই গুণি মানুষেরাই স্বার্থক জীবন লাভ মানুষ। অন্যথায় নয়।