আকাশ যে মেঘলা
দৌঁড়িয়ে বেড়াচ্ছে মেঘেরা!
গুড়ুম গুড়ুম ডাকছে
মেঘের ঐ দলেরা।


চমকায়ে মেঘের ডাক
পড়তে পারে বিদ‍্যুৎ
চমকানোর সেই ভয়ে
পালায় ক্ষেতের কৃষক।


আশে পাশে অনেকেই
আকাশ খানা মেঘলা
মন খানাতে আনমনা
ঐ'তরে মনখানা অচেনা।


এলে বৃষ্টি ঝাঁপায়ে
আনমনা মনে চলে
বৃষ্টি মেয়ের মিষ্টি
হাসির ঝলক দেখতে।


ঐ যে আকাশে
মেঘের দল ঘণিয়েছে
এলো বুঝি এলো'রে
আমরা বৃষ্টি মনা।


ভাল লাগে রিমিঝিমি
ছলছল টাপুর টুপুর
বৃষ্টি  ঝিরিঝিরি শোশো
আকাশের মায়া কান্না।।


ঐ'মায়া কান্নাই মেঘের
বারীতে করে শীতল
মানব কল‍্যাণে রেখে
স্বাক্ষর এই সমাজের
মানুষের তরে অবদানে।।


প্রকৃতির নীলায় নীলিত
আজ আকাশে মেঘ
সকলেই হই সর্তক!
চলো যাই বাড়িতে।


ঐ' যে এলো বুঝি
আকাশের মেঘ খানা
ভাল লাগা রইলো
তবুও  সংশ্বয় ঐ'মনে।।
===×××===
===×××===
বাণী: আকাশে মেঘ মানে যেমন কল‍্যাণ বয়ে আনে মানুষের তরে। তেমনি মনে রাখতে হবে মানুষেরই বেশকিছু ক্ষতি সাধনেও। সেই তরে যে কাজে কল‍্যাণ  রয়েছে কোন কোন ক্ষেত্রে  অকল‍্যাণ  হয়ে থাকে। যা মনে রাখা বাঞ্চনীয়।।