নিজ জ্ঞানকে শূণ্য করে
নিজ পরিবার বলে কথা
করতে চেয়েছি মানুষ
যাদের তারা ভাই-বোন
হবে মানুষ এই সমাজে
সমস্ত গ্লানি ধুঁয়ে মুছে যাবে
আমার ও মাতা মহের
রক্ষা করবে পরিবার
সমাজে হবে তারা বড়
নিজকে করে কল্যাণ
উপকার নিবে ঠিকই তারা
শুনতে চায় না তারা কোনই
শাসন অনুশাসন ভাল কথা
উপদেশের বালাই তারাতো
বড়ই নিজেকে ভাবে জ্ঞানী
তাদের জ্ঞানের কাছে সমস্ত
উপকার হয় যে ম্লান পরিশেষে
কিছুই বুঝি না আমি!!!

তাই তো বলি যেহেতু বুঝি না
তবে কেন দ্বন্দ তোমাতে এতোটাই
ভেবে কি দেখেছো তোমরা কখনও??
তাই তো বলি সঠিক কথায় ও কাজে
ক'জনা রয় আপন জ্ঞানের আলোয় ভরে
তুমি যতই রক্ষায় থাকবে একতায় মন
আমি হবো বড় মানতে চাই না কোনই
শৃঙ্খলা পরিবার অনুশাসন নিজ ইচ্ছাতে
জীবন এলোমেলোতেই বেসবোসে হয় তো
একজন নিজ কর্মজ্ঞানের বালাই না জেনেই
সুশিক্ষা অর্জন না করেই একজন মহা-জ্ঞানী;
কিভাবে আমরা এক ও একতা এটা বড়ই দায়
হতে কঠিন সে এক অন্য রকমের ভাবনার!
একই পরিবারের সন্তান কেহ উজার করে
সদা সত্য বলে করে কাজ স্বচ্ছতায় আরেক জন
গোপন করে দেখায় সেই সত্য মিথ্যার বাহ্ বায়
তাহলে হবে কি করে সত্য আর মিথ্যায় একতা॥
===×××===
===×××===
বাণী : যে জীবনে সঠিক পথে চলতে একতা কোনই কাজে আসে না; দরকার নেই সেই একতার' যে একতায় নিজ জীবন অন্ধকারে রেখে আলো জ্বালায়ে অন্যের জীবনের সেই আলো কি কখনও আলোকিত করতে পারবে অন্ধের ত্যাগের? তাই তো বলি অন্ধ একতা নয় অর্জন কর ঐ অর্জনই এক সময় শ্রেয় একতা তৈরি করবে।।