ওরা দল বেঁধে কোথায় যায়?
                  একি দর্শা ওদের হৃদ অন্তরে?
ওরাই তো ভাল বেশ চলছে
                  কোন চিন্তা-ভাবনাতে বালাই।
ওরে জাতি ভদ্রতা যুথিষ্ঠী
                  তোরা ঐ'কাজটি মন দিয়ে কর।
সেই কাজে সফলতা রয়
                   কর্ম ফাকীতে ভুল-ভালেভরা!
বিধাতার সৃষ্টির সেরা জীব
                   সেই জীবেরাই কর্মে অতুষ্টি
তুমি-আমি বিধাতায় খুঁশি!
                   চলি সেবা বিধাতার দরবার।
জানা নেই কিসের নেশায়
                   কোন যেন অর্পিত কর্মেই।
আসল ধর্মের দীক্ষা পালন
                    সেই সফলতা মান্যে ধর্ম।
সেবায় মন বিধাতায় রত
                     বিধাতা কতটাই হন সন্তষ্টি।
সত্য যদি জানতাম জ্ঞানে
                     কর্ম ফল সত্য নিষ্ঠ্যতায়।
মানব জীবন ধর্ম পালন
                     আস্তাদন সব যেন জাগ্রত।
নয়তো যতই চর্চা-ধর্ম
                     সেবা মন ফাকীতে শূণ্য।
কেন'রে সব তারা সেই
                     স্থির হয় কর্মফল পেতে।
এরপর চল যাই নামাজ
                    আদায়ে শুদ্ধতা ব্রত: প্রাণ।
আহা দেখবে কতটাই তৃপ্ত
                    ধর্ম-কর্ম-সুখ-শান্তি-স্বপ্ন।।
××××××××××××××××××××××
বাণী: কর্মে ফাঁকী দিয়ে ধর্ম পালন, বিধাতা কখনও সহায়ক নন। ধর্ম-কর্ম বিধাতার সানিধ্যতা লাভ একান্তই তাই বলে। যারা ভাবেন যে কর্ম ফাঁকী দিয়ে ধর্মের নামে তারা হুরা করে জায় নামাজে যাই! সেই সকল লোকেরা কখনও সঠিক পথ খুঁজে পায় না। না ধর্ম পালনে সফলতা পায় না তাদের কর্ম ফলে সুখ-সমৃদ্ধিতা লাভে ধন্য হতে পারে। সেই জন্যে কর্ম-ধর্ম উভয় সঠিক নিয়ম মেনে পালনে প্রকৃত মানব জীবন সফলতা ও সফল কাম। অন্যথায় শূণ্যে চলার সমান।।