এখন আমার এই অবস্থা কি করি!
কত কিছু ছিল যে আমার জীবনে
করেছি উপকার এই হাতে কত জনা'কে
কি ছিল না আমার নাম-যশ-খ্যাতি'
আজ আমার দূ'দিনে কেহ নাই পাশে
একটু বিপদে পরাতেই দেখতে পাই
বিড়ালও দিতে লাথি পিছু ছাড়তে হয় বেজার!
কি যে করি? অমকের নিকটে গেছিলাম;
দু'কথা বলাতেই শোনার সময় তার নেই।


এখন দেখি শুধু বিড়াল নয় মানুষও ঐরুপের।
তবে কেন করি এমন কাজ যা না কি মানুষ হয়েই?
যা আক্ষেপ করি! আর আমায় যে লাগে না ভাল!
এসো না ভাই অকর্মণ্যে আক্ষেপ না করে হই সাবলম্বী।
মানব জীবনের প্রতিটি পদক্ষেপে মনস্থিরতাতে'
মানব যদি পা'দুটি ফেলি বে-হিসেবে! সেই ভুলেই রবে;
এক সময় আক্ষেপ নামক মানব জীবনের আকাঙ্খায় ভরে।


আমি বলি কোন আক্ষেপ নয়! কার কাছে করবে?
আমি মানুষ! যার নিকটে করি সেও মানুষ! তবে কেন ঐরুপ?
কর্ম করবে জীবনে, হবে কর্ম চঞ্চল, হবে না অসহায়, অলস,
অবোধ, ইছড়ে-পাকা বুদ্ধির ঢেঁকি, রাতারাতি বড়লোক নয়,
কর্ম না করেই বহুতল ভবনের মালিক ও কোটিপতির চেতনা,
গিবৎ ও কিচ্ছাতে, বিনা কারণেই ব্যাসবাক্য রচনাতে সর্বনাশ
এনে ডেকে জীবনটা'কে করে নস্যাৎ; সেই নস্যাতে হবে কি?


হবে! লাভ পরবর্তীতে সন্মান বিনষ্ট, জেল-জরিমানা, লোভ
বড় লোকী, আত্ন:অহংকার সবই হবে একদিন শেষে রবে'
করে অন্যের সময় নষ্টে বিথা আক্ষেপের জীবনটাকে ব্যয়ে।
ওহে! মানুষ আমরা চটক-চাটু-কারিতায় না মজে করি অর্জন!
গড়ি সুন্দর জীবন, হই প্রকৃত কর্মপরায়ন, হবে সফলতায় অনন্য!
তবেই তো রক্ষা পাবে মানব জীবনের নিষ্ফল আক্ষেপ বাক্য।
===×××===
===×××===
বাণী :  মানব জীবনে এমনই সুকর্ম করতে হবে যেন ভবিষ্যৎ জীবন হয় সুন্দর ও ফলপ্রসূত: বয়ে আনবে জীবনের তরে সফলতা সেই সফলতায় ব্যর্থতা থাকলেও আক্ষেপ রবে না। রবে শুধুই উত্তরণের চেতনা। সেই চেতনাই মানব জীবনকে উদ্জীবিত করে সজীবতায় ভরে সামনে অগ্রসরের পথ সুগমন করে থাকে আক্ষেপকে পিছনে ফেলে সেই জীবনই স্বার্থকতা লাভে ব্রত:হয়।।