আজ একটি গান গাইবো বলে!
এই নিলাম কাগজ কলম হাতে।।
কি যে গান গাইবো নেই জানা।
সেই ভাষা।।
তাই তো লিখলাম একটি গানের কবিতা।
জানা নেই সুর তাল;
সেই ভাল কিসে, আমার লেখা গানে?
জানা নেই; নেই জানা কোন সুর-তাল,
বাদ্য-যন্ত্র-তবলার তা' তা' তা'
তাক-ধীনা-ধীন-তারে-নারে।
দীপ্তমান এই জীবন!
মানব নামক ঊষা চেতনা।।
জাগ্রত জাতি মানবতা মন’
জ্ঞান লব্দে উপলব্দি মর্ম-বেদনা।
কি লিখবো কবিতা অর্থবোধকতায়!
আসবে কি লেখা সেই মনে?
জানা নেই; নেই জানা;
গানের ভাষা! কবিতা কথামালা!
হো হো হো ও হো হে।।
একটি গান গাইবো!
সকল মানবতার তরে...
জাগ্রত জাতি; ধর্ম বর্ণ নির্বিশেষে..
বলি শোন সমাজ, আমার কথা।
সময় নিষ্ঠায় দাও মন!
ভাল কাজে পাবে সফলতা জীবন।
আজ একটি গান গাইবো বলে!
নিলাম কাগজ কলম হাতে,
কি গান গাইবো নেই জানা’ সেই ভাষা।
একটি গান গাইবো বলে।
×××××××××××××
বাণী: বিধাতার দয়া ব্যতিত মানুষ অবশ্যই ভাল ও মহৎ কাজে চিরস্থায়ী হতে পারে না। তিনি সৃষ্টিকর্তা যাকে দ্বারা ভাল কাজ করাবেন, তার বাহিরে কোন জীবের সামান্যতম সামর্থ নেই কিছু করার। তাই বিধাতার নিকটেই সকল চাওয়া-পাওয়ার হিসাব চুকিয়ে মানব জীবন অতিবাহিত করার ন্যায়ে কঠোর পরিশ্রম বিনিময় অর্জনই প্রতিটি প্রাণি নামক মানব জীবের দায়িত্ব-কর্তব্য। অন্যথায় সবই অমূলক!