লোক মুখেতে শুনি ; একটি আব্দার জানি!
দেশেতে যদি থাকতো; ভাল মানুষ গুলি!
সেই মানুষের সানিধ্য; লাভে হতাম ধন্য!
এমন কথাই মুখেই বলি; শুনি শুধু কথাই।


ভাল মানুষের নেই কমতি এ'জীবন তটে!
সঠিক পথে চলতে যেয়ে হয়েছি দিশেহারা।
কই অধিকাংশই বে'ঈমান মু'নাফেকে ভরা'
একটি লোকও যায় কি পাওয়া প্রকৃত পক্ষে


সঠিক দীক্ষা পেতে? আসে লোভ-লালসা,
চাওয়া-পাওয়ায়-পেলেই খুঁশি না'তে ভারী!
কোন মত একটু উপকার পেলেই অপকার
করবে সত্যই শোন! এই দেশেরই সন্তান।


ভাল মানুষ হও; মানুষের মতন মানুষ হও;
ভবিষ্যৎ কল্যাণ তোমারই; এই দেশ চায়'
প্রকৃত মানুষ কর্মঠ গুণিজন! সত্য সততা;
প্রজন্মেরা পাবে তবেই জাতি গঠনে দীক্ষা।


ন্যায় অন্যায় বুঝবে তোমার আমার হতে;
সত্য-মিথ্যা জানবে পার্থক্য সমাজ থেকে।
শোন! জীবন আমার কত কষ্টে কেটেছে ভাই!
কত রাত কেটেছে অর-ঘুমাতে ক্ষুধা পেটেই'


তবুও বলিনি এই দুনিয়ার কাউকেই দাও!
আমায় দু'মুঠো ভাত; খাবো পেটটি পুূতে।
লজ্জ্বায় মুখ থেকেছে ভারী ঐ'দিকে পেট
খালি, কোথাও একটু পেলে কাজ, সেথায়


পাবো দু'টি পঁয়সা তবেই মুখে তুলব ভাত!
এমন করেই জীবন গড়া কোন অন্যায় নেই;
এ'জীবন ভব তটে; ছাত্র জীবন, কর্ম জীবন;
দাম্পত্ত জীবন; উঠা-বসা; সাক্ষাৎকার; কথা


বলা; আচার-আচরণ; চোখ চাহনী শোভায়;
হাত দ্বারা; পা দ্বারা; মুখ দ্বারা; কলম দ্বারা;
সুযোগ পেয়ে; হয়নি কোনই লোভী এ'জগৎ।
তারপরও ভাল মানুষ চেনে কি, কে আপনে?


আর কে পর! সকল ক্ষেত্রেই দেখছি এমন।
তাই বলি মানুষ অন্ধ বিশ্বাসের দাস-দাসী
হাতের কাছে ভরা কলসি পিপাসীত জনের
সত্য-নিষ্ঠাকে জানতে ভয় একটি কথা বলি?
××××××××××××××××××××××
বাণী : মানুষ বড়ই বেধর্মী! মানুষ ভাল খোঁজে; ভাল পেলে উড়ামুড়া মনে আরো ভাল চা্য়। সেই মানুষ গুলিই বেধর্মের বেড়া জালে জীবন-যাপন করে থাকে। তারাই ধর্ম নিয়ে বড়াই করে। আমি ধার্মিক! আমি হাজী! আমি সমাজের গুণি জন! আমি সমাজ অধিপতি! প্রকৃত পক্ষেই সেই সকল লোকগুলিই ভন্ড-ভন্ডামীজন।