ওহে রাসূল (সাঃ) শুধু কি তুমিই বিশ্বাসী!
তোমার বান্দা কি বিশ্বাসী হতে পারে না?
তুমি নেই আমাদের মাঝে সবই রেখেগেছ
তোমারই কর্ম গুণ সততা আদর্শ নিদর্শনে।


তোমার শত প্রচেষ্টাই মহানুভবতা মর্মার্থ
শিষ্ঠাচার বিশাল মানবতায় এই বিশ্বভরা।
সারা জাহানের সকল মানুষ নামক জীবে
কত কষ্ট নির্যাতন সয়েছো সারাটি জীবন।


তোমাকে নিয়ে তোমার আদর্শের চেতনা
ভাবনা মনে বিশ্লেষণ জাগ্রত অনুপ্রেরণা!
ভাবায় আমায় একজন মানুষ সত‍্যই কি,
হতে পারে আল-আমিন বিশ্বাসী বিশ্বের?


বিশ্ব জগৎ অধিপতির অনুগামী অনুশাসন
সারা জাহানের বিশ্ব মানবিক মানবতা ধন।
সে যে এক অমূল‍্য মানিকও রতন মানবে
সৃষ্টিকর্তার এক অনন‍্য আদর্শ সৃষ্টির সেরা।


নীতি নৈতিকতা ওয়াদা রক্ষা বিশ্বস্ততায়
সকল জাতি জাতিগত বৈষম‍্য মুনাফেক
বরবরতা নরপিষাস হায়ানা বেহায়া বদ
সকল অপকর্ম গোত্র প্রথাকে উপেক্ষায়।


আল্লাহর রহমত এমনই এক নিদর্শন
করলেন ওহে বিশ্ব অধিপতি বিশ্ব নবী
খ‍‍্যাত আল-আমিন বিশ্বাসী বিশ্বজগত'
অনুশাসন চেতনা ব্রতঃ মান মর্যাদায়।


অর্জনে রয় নব‍্যুয়ত আল-আমিন রয়
নবী ও রাসূল (সাঃ) আরো রয়েছে ঐ'
ঐ'শী ধর্ম গ্রন্থ পবিত্র কুরআন মাজিদ
মহা মূল‍্যবান ধর্মাজ্ঞান আইন কানুন।


সবই সমেত সংবেষ্টিত নাযিল হয়
তোমারই উপর! তুমি এমনই এক '
অনন‍্য আদর্শ মহা মানব সেরা জন
তাই আজ নিলাম দীক্ষা তোমাতেই।
*********************
বাণী: মানব জীবন সুখী করার একমাত্র উপায় হল, ধর্মীয় জ্ঞান অর্জন করত: সঠিক ভাবে চর্চার মাধ‍্যমে উত্তম কাজের ন‍্যায় কর্মঠ জীবন-যাপনে সুউচ্চ মনোবলে হালাল উপার্জনে মনোনিবেশ করা।